এন এম দেলোয়ার, পিরোজপুর ॥ টান টান উত্তেজনা বিরাজ করছে স্বরূপকাঠি পৌরসভার নির্বাচনকে কেন্দ্র করে। সরকার দলীয় মেয়র প্রার্থীর ছড়াছড়ি হলে জনপ্রিয় দল বি এন পিরও প্রার্থীর সংখ্যা কম নয়। আওয়ামীলীগের মেয়র প্রার্থীর মধ্যে বর্তমান মেয়র প্রার্থী জি এম কবির সহ মিয়া মোঃ ওহাব, মোঃ মাহমুদুর রহমান খান, পৌর যুবলীগের সভাপতি শিশির কর্মকার বর্তমানে পোষ্টার সহ আলোচনায় জানান দিয়েছেন। তবে বিশ্বস্ত সূত্রে জানা যায়, কৌশলঅবলম্বন করে ধীর গতিতে জানান দিচ্ছে পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে হেভিওয়েট প্রার্থী এস এম মুইদুল ইসলাম মহিদের নাম। সতর্কতার সাথে সাথে বেশ জোরেশোরে আলোচনা হচ্ছে সর্বত্র। এদিকে পৌর নির্বাচনে বি এন পির মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা ও সাবেক মেয়র প্রার্থী মোঃ শফিকুল ইসলাম ফরিদ সহ সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ ও সাবেক মেয়র মোঃ মাহাবুব আহসানের মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে ধানের শীষের প্রতিক পাওয়ার যুদ্ধে। অবশ্য অবাধ ও সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় থাকলে পৌর নির্বাচনে কোটি পারছেন বিজয় হবে সাবেক মেয়র মোঃ শফিকুল ইসলাম ফরিদ কিংবা জনপ্রিয় নেতা মোঃ আবুল কালাম আজাদের। তবে আর একটি চমক হতে পারে সাবেক মেয়র মোঃ মাহাবুব আহসান কে নিয়েও। তবে সরেজমিনের নির্বাচন জরিপে পৌর সভার মধ্যে সন্মানিত ভোটারদের সাথে কথা বলে জানা যায়, আমাদের পৌর সভায় যদি সঠিক নিয়মে ভোট হয় তাহলে বিপুল ভোটে নির্বাচিত হবে বি এন পির মেয়র প্রার্থীরা। অপর দিকে নাম না প্রকাশের শর্তে জানান, নিরেপক্ষ ভোট হলে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকবে বি এন পির প্রার্থীরা। অর্থাৎ সরকার দলীয় মেয়র প্রার্থী হবেন তৃতীয়, চতুর্থ কিংবা পঞ্চম স্থানে।
এদিকে বর্তমান সময়ের কথা চিন্তা ভাবনা করলে সুস্পষ্ট ভাবে একটা বিষয় পরিলক্ষিত হয় সাধারণ পৌর নির্বাচন নিয়ে। দলমত নির্বিশেষে গত নির্বাচনের মত পরিবেশ সরকার দলীয় শীর্ষ নেতৃবৃন্দ সহ সাধারণ পৌর ভোটাররা আর চায়না। কলঙ্কের ভাগীদার স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ নিতে চায়না আগামী প্রজন্মের জন্য। বর্তমান সময়ে সরকার দলীয় নেতা ও মাননীয় মন্ত্রী সাদা মনের মানুষ জনপ্রিয় এ্যাড শ ম রেজাউল করিমের আর্শীবাদ নিয়ে এবারের পৌর সভার নির্বাচন হবে পরিচ্ছন্ন ও চমৎকার পরিবেশের মধ্যে।এ ব্যাপারে পৌর সভার বেশির ভাগ লোকজন গণ মাধ্যম কর্মীদের জানান, গত নির্বাচনের মত ইউনিয়ন বাসীদের ভোট চায়না। পৌর নির্বাচনকে কলঙ্কিত করতে আর চায়না সর্বস্তরের নেতাকর্মীরা ।তবে ভিন্নমত প্রকাশ করেন এক হিন্দু শীর্ষ নেতা ( নাম না প্রকাশের শর্তে) তিনি অকপটে স্বীকার করেন, সুষ্ঠু ভোটের পরিবেশ হলে বি এন পির প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে। তবে এটাও সত্য, এবারের পৌর নির্বাচনে নৌকার টিকেট পাওয়ার পর নির্বাচনের মাঠ বুঝা যাবে কোন দিকে টার্ন করবে নির্বাচনের হাওয়া।তবে সরকার দলীয় একটি পক্ষ গণ মাধ্যম কর্মীদের জানান, বর্তমান মেয়র জি এম কবীর চলতি সময়ে আগামীর নির্বাচন নিয়ে মানসিক ভাবে বেশ চিন্তিত হয়ে পড়েছে।অবশ্য কারণ হিসেবে পৌর ভোটাররা মিডিয়াকে জানান, সুষ্ঠু ভোটের পরিবেশ হলে আগামী নির্বাচনে জয়ী হতে বেগ পেতে হবে বর্তমান মেয়রের। পথ একটাই ইউনিয়ন বাসীদের আর্শীবাদ নিয়ে মেয়র হতে হবে আগামীর জন্য। অপরদিকে বর্তমান সময়ে সুবিধাজনক স্থানে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় দল বি এন পির স্বরূপকাঠি পৌরসভার শীর্ষ নেতারা। দলীয় ইমেজ নিয়ে সাবেক মেয়র মোঃ শফিকুল ইসলাম ফরিদ ও সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ শেয়ানে শেয়ান অবস্থানে । তবে বেশ কয়েকটি গুনে শফিকুল ইসলাম ফরিদ বেশ এগিয়ে রয়েছে । দলমত নির্বিশেষে সকলের কাছে অতি মাত্রায় আস্থাভাজন বি এন পির প্রার্থী সাবেক পৌর মেয়র মোঃ শফিকুল ইসলাম ফরিদ। একজন পাকাপোক্ত শান্তিপ্রিয় নেতা হিসেবে সকলের কাছে গ্রহণ যোগ্য। তবে রাজনৈতিক দূরদর্শিতায় আবুল কালাম আজাদ স্থানীয় বি এন পির মধ্যে বেশ শক্ত অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছেন। বিচার ব্যাবস্থায় অন্যতম সেরাও বলা যায়। অপরদিকে পৌরসভা পরিচালনা করার শতভাগ কোয়ালিটি সাবেক মেয়র মোঃ মাহাবুব আহসানের মধ্যে চির বিরাজমান। একজন পারফেক্ট মেয়রের সকল গুণাবলি বিদ্যমান রয়েছে সাবেক মেয়রের মধ্যে।
এদিকে বি এন পির প্রার্থী হিসাবে পৌরসভার নির্বাচনে কঠিন চ্যালেঞ্জ হতে পারে তিন শীর্ষ স্থানীয় নেতাদের মধ্যে। তবে মোঃ মনিরুজ্জামান খোকন ( তৈল খোকন) এবারের পৌর সভার নির্বাচন নিয়ে কেহই মাথা ঘামাচ্ছে না। টিকিট যুদ্ধে অনেক পিছিয়ে বর্তমান তিন প্রার্থীর চেয়ে মোঃ মনিরুজ্জামান । সর্বশেষ তথ্য মতে জনপ্রিয়তায় তিন জনকে টপকে শীর্ষে অবস্থান তৈরী করতে সক্ষম সাবেক মেয়র প্রার্থী মোঃ শফিকুল ইসলাম ফরিদ। স্বল্প পরিসরে জনমত জরিপে ৪৯% ভোটাররা বি এন পির প্রার্থী সাবেক পৌর মেয়র মোঃ শফিকুল ইসলাম ফরিদকে চায়। আবার ৩৩% বি এন পির পৌর ভোটাররা সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদকে চায়। তবে ১৮% বি এন পির পৌর ভোটাররা সাবেক মেয়র মোঃ মাহাবুব আহসান কে চায়। এ ব্যাপারে কথা হয় সময়ের আলোচিত ও শান্তিপ্রিয় নেতা সাবেক মেয়র মোঃ শফিকুল ইসলাম ফরিদের সাথে। তিনি অকপটে স্বীকার করেন আমি বরাবরই শান্তির পক্ষে।রাজনীতি করি তবে দলের স্বার্থে আমি একজন নিবেদিত প্রাণ। দলের সিদ্ধান্তই চূড়ান্ত আর সেই নীতি নিয়ে এখনও সকলের আর্শীবাদ নিয়ে টিকে আছি আপন মহিমায়। আর এক প্রশ্নের জবাবে জানান, আমি নিশ্চিত মহান আল্লাহর নাম নিয়ে ধানের শীষের প্রতিক আমি পাবো। তবে যোগ্যতার মাপকাঠী দিয়ে সব দলের মধ্যে প্রার্থীতা চূড়ান্ত করা দরকার। আর সেই পরিবেশ থাকলে রাজনীতি করতে বেশ শান্তি লাগে। ইনশাআল্লাহ আমি সকলের দোয়ার বরকতে ধানের শীষের প্রতিক পাবো। আর চূড়ান্ত ভাবে বিজয় অর্জন করে পৌরবাসীর খেদমত করবো ইনশাআল্লাহ।
Leave a Reply