পিরোজপুর প্রতিবেদক ॥ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পিরোজপুরের চাষিদের পুনর্বাসনে ১ কোটি টাকা বরাদ্দ করেছে সরকারের কৃষি মন্ত্রণালয়। রবিশস্য উৎপাদনের ব্যাপক অগ্রযাত্রা অব্যহত রাখতে এ পুনর্বাসন কর্মসূচীর মধ্যদিয়ে চাষিদের ক্ষতি পুষিয়ে নেয়া এবং উৎসাহিত করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জেলার ৭ উপজেলার ৫৩টি ইউনিয়ন ৪টি পৌরসভার ১০ হাজার ৭শত জন চাষীকে ১০ হাজার ৭শত বিঘা জমি রবিশস্য চাষাবাদে এ পুনর্বাসন কর্মসূচির কৃষি উপকরণ দেয়া হচ্ছে। গম, সরিষা, সূর্যমূখী, মুগ, -চীনাবাদাম, মসুর, খেসারী, টমোটো ও মরিচ চাষের চাষিদের জন্য এ প্রণোদনা দেয়া হবে। প্রতি বিঘা গম চাষের জন্য ২০ কেজি বীজ, সরিষার জন্য বীজ ১ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি, সূর্যমূখীর জন্য হাইব্রিড বীজ ১ কেজি, চীনাবাদামের জন্য বীজ ১০ কেজি, মসুর ডালের জন্য বীজ ৫ কেজি, ডিএপি ৫ কেজি ও এমওপি ৫ কেজি, খেসারী ডালের জন্য বীজ ৮ কেজি, ডিএপি ৫ কেজি, এমওপি ৫ কেজি, টমেটোর জন্য বীজ ৫০ গ্রাম, ডিএপি ১০ কেজি ও এমপিও ১০ কেজি এবং মরিচের জন্য ৩শত গ্রাম বীজ, ১০ কেজি ডিএপি ও এমওপি ৫ কেজি প্রদান করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক চিন্ময় রায় জানান, রবিশস্যে এ পুনর্বাসন কর্মসূচীতে চাষিরা মনযোগ দিয়ে চাষাবাদ করবে এবং এর ফলে রবিশস্যের উৎপাদন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে।
Leave a Reply