দখিনের খবর ডেস্ক ॥ “সুস্থ্য শরীরে সুস্থ মন বিরাজ করে” কিন্তু গত মার্চ মাস থেকে করোনা ভাইরাসের কারনে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্দ থাকায় লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানষিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা প্রতিটি শিক্ষার্থীর মাঝে লক্ষ্য করা যাচ্ছে।
শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় শিশুকিশোরেরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। এক ঘেয়ামী হয়ে যাচ্ছে তাদের জীবন বাহিরে বের হাওয়ার তেমন সুযোগ না থাকার কারণে খেলাধুলা, ভ্রমণ, চিত্ত বিনোদনের প্রতিটি ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছে। ফলে আসক্ত হচ্ছে মাদক, ধুমপান, ভিডিও গেমস, ফেইসবুক, মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের খারাপ সাইডে। শিশু রোগ অভিজ্ঞ ডাঃসৌরেন্দ্রনাথ সাহা , উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা কার্যলয় ,পিরোজপুর, তিনি বলেন শারীরিক ও মানষিক বিকাশ ও সুস্থ্য ভাবে বেঁচে থাকার জন্য খেলাধুলা ,ব্যায়ম,সাতারকাটা,নিয়মিত হাটা, সাইকেল চালানো ইত্যাদি একান্ত অপরিহার্য।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল। আলম নবীন বলেন, শারীরিক ও মানুষিক বুদ্ধিমত্তার নান্দনিক বিকাশের জন্য এই সময়ে ইবাদত, ব্যায়াম, ইন্ডোর গেমস এর মাধ্যমে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করতে। হবে। ভান্ডারিয়া বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃমনিরুজ্জামান বলেন শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ দিন ছুটি থাকার কারনে লেখাপড়া পাশাপাশি খেলাধুলা ও শারীরিক কসরত নিয়মিত না থাকায় শিক্ষার্থীদের ওজন বেড়ে যাচ্ছে যার ফলশ্রুতিতে শারীরিক ও মানুষিক বিকাশ বাদাগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে উচিত প্রতিটি পরিবারে তাদের কোমলমতি সন্তানদের জন্য বাড়িতে সময় উপযোগী লেখাধুলা, ব্যায়াম, চিত্তবিনোদন, ধর্মীয় চর্চা, ও বই পড়া সহ বিভিন্ন ধরনের আনন্দদায়ক জ্ঞানের চর্চার মাধ্যমে সন্তানের শারীরিক মানষিক ভাবে সুস্থ্য রেখে সামাজিক ক্ষতিকর কাজগুলো থেকে বিরত রাখা। তাই ভবিষ্যত প্রজন্মের প্রতি সুন্দর সুস্থ্য জীবনের জন্য অভিভাবকদের বন্ধু সুলভ সজাগ দৃষ্টি রাখতে হব। যাতে করোনা প্রাদুর্ভাব ভবিষ্যত প্রজন্মের সুস্থ্য বিকাশ বাধাগ্রস্থ করতে না পারে।
Leave a Reply