নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাস্ক ব্যবহার না করায় ২৫ জনকে সাত হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি একটি মুদি দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার (১৪ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তেগীর ও রুমানা আফরোজ বরিশাল নগরের বিভিন্ন এলাকায় এসব কার্যক্রম পরিচালনা করেন। এ সময় বিনামূল্যে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে বরিশাল নদী বন্দর এলাকায় ২১ জনকে ৫ হাজার ৮০০ টাকা ও নগরের বাংলাবাজার, জিয়া সড়ক, চৌমাথা, বটতলা এলাকায় চারজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি একটি মুদি দোকানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান বলেন, বরিশালবাসীর কল্যাণে করোনা ভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জেলা প্রশাসনের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
Leave a Reply