ভান্ডারিয়া প্রতিনিধি ॥ পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২৯ জন মুক্তিযোদ্ধার নাম এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। অভিযোগ রয়েছে বাড়ি বরাদ্দের তালিকায়া যে সকল মুক্তিযোদ্ধার নাম রয়েছে তাদের অনেকেই বিত্তবান ও তাদের বসবাস উপযোগী ঘর রয়েছে। অথচ এমন সব মুক্তিযোদ্ধারা তালিকা থেকে বাদ পড়েছেন যাদের মাথা গোঁজার ঠাঁই নেই। সরেজমিনে দেখা গেছে ভান্ডারিয়া উপজেলাধীন গৌরীপুর ইউনিয়নের মাটিভাংগা গ্রামে বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল খালেক হাওলাদারের পরিবারের বসবাস উপযোগী কোনো ঘর নেই। পুরাতন জরাজীর্ণ একটি ঘর ঝুঁকিপূর্ণ ও বসবাসের অনুপযোগী হওয়ায় তিনি অন্যের ঘরে বসবাস করতেন এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তার পরিবারের সদস্যরা মৃত্যর ঝুকির কারণে অন্যের বাসায় বসবাস করেন। কিন্তু তারা সরকারে গৃহীন মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্পের তালিকায় তাদের নাম নেই। যারা সরকারে ইতিপূর্বে বিভিন্ন সুযোগ সুবিধা গৃহন করার পরেও পূনরায় তারা এই প্রকল্পের তালিকায় অন্তর্ভূক্ত হয়েছেন। ইতিপূর্বে এই প্রকল্পের সুযোগ না পাওয়া এক মুক্তিযোদ্ধার স্ত্রী জাহানারা খানম ইতিপূর্বে জেলা প্রশাসক বরাবরে প্রতিকার চেয়ে আপিলের আবেদন করেন। গতকাল রোববার বিকেলে ভান্ডারিয়া প্রেস ক্লাবে এসে এসকল অনিয়মের কথা জানান বীর মুক্তিযোদ্ধা মৃত আঃ খালেক হাওলাদারের স্ত্রী জাহানা খানম স্বামীর রেখে যাওয়া ঝুকিপূর্ণ বসত ঘরটি শেষ হয়ে যাচ্ছে আমার স্বামী দেখে যেতে পারিনি সরকারে
গৃহীন মুক্তিযোদ্ধা আবাসন প্রকল্পের ঘরটি আমি ও কি দেখে যেতে পারবো না? আমার শেষ বয়সে অন্য বাড়ি থেকে যেতে হবে? এটাই তার আকুতি।
Leave a Reply