মঠবাড়িয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ঐতিহ্যবাহী কে,এম,লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান এর সীমহীন দুর্নীতির অভিযোগে তার অপসারনের দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করছেন ওই বিদ্যালয়ের শিক্ষক- কর্মচারীগন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনার পাদদেশে মুক্তিযোদ্ধা ও শিক্ষক -কর্মচারীর ব্যানারে এ লাগাতার অবস্থান ধর্মঘট পালন করা হয়। এ লাগাতার ধর্মঘটে বীরমুক্তিযোদ্বা শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকগণ,প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন ।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন , বীর মুক্তি যোদ্ধা মজিবুল হক মজনু, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার মাতুব্বর, বীট মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন রাজা, বণীক সমিতিরি সভাপতি শামছুল আলম খোকা, প্রাক্তন শিক্ষক অমল চন্দ্র হালদার, শিক্ষক নুর হোসেন, মো. এনামুল হক প্রমূখ।
বক্তারা বলেন, কে.এম লতীফ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের অপসারন দাবিতে গত ২৪ অক্টোবর সংবাদ সম্মেলন এবং ১ নভেম্বর মানববন্ধন করা হয়।ওই মানব বন্ধনে বিদ্যালয়় থেকে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানকে স্বেচ্ছায় চলে যাওয়ার জন্য ১৫ দিনের আল্টিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু তিনি পদত্যাগ না করায় আমরা লাগাতার আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। উল্লখ্য, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিদ্যালয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিসহ ২৫ টি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তিনি ২০১৭ সালে প্রধান শিক্ষক হিসেবে ওই প্রতিষ্ঠানে যোগদানের পর থেকে ক্ষমতার অপব্যবহার করে নানা অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পরেন।
Leave a Reply