আমতলী প্রতিনিধি ॥ আমতলী উপজেলায় নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১৫ জন পেল নগদ ৬০ হাজার টাকা। বৃহস্পতিবার সকালে সমাজ সেবা কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে এ টাকা বিতরন করা হয়। আমতলী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মনজুরুল হক কাওছার এর সভাপতিত্বে টাকা বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, চাওরা ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাদল খান ও সমাজসেবক মো. ফারুক উদ্দিন খান প্রমুখ। জাতীয় সমাজ কল্যান পরিষদের সহযোগিতায় উপজেলার ৭টি ইউনিয়নের নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ১৫ জনের প্রত্যেককে ৪ হাজার করে মোট ৬০ হাজার টাকা প্রদান করা হয়। আমতলী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মনজুরুল হক কাওছার বলেন, ‘সোনার বাংলার মুজিববর্ষে, সমাজ কল্যানে এগিয়ে চলে’ এই শ্লোগান নিয়ে হতদরিদ্র পিছিয়ে পরা জনগোষ্ঠিকে এগিয়ে নেওয়ার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুিজবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য আমরা কাজ করছি।
Leave a Reply