নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেলা প্রশাসক (ডিসি) এসএম অজিয়র রহমান বলেছেন, আমাদের এখন ডিজিটাল নিরাপত্তা নেই। হ্যাক করে যে কেউ চাঁদাবাজির শিকার হতে পারে। তার মতে, ডিজিটাল নিরাপত্তা আইনের (আইসিটি) প্রয়োগ র্যান্ডমলি হচ্ছে না। আইনটি কম প্রয়োগ হওয়ায় সাংবাদিকরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ কারণে ডিজিটাল অ্যাক্ট বেশি করে প্রয়োগ করা দরকার। রোববার (২২ নভেম্বর) বরিশালে সাংবাদিকদের অংশগ্রহণে ‘ডিজিটাল অ্যান্ড ফিজিক্যাল সেফটি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বরিশাল নগরীর বিডিএস কনফারেন্স রুমে আয়োজিত এই কর্মশালায় জেলা প্রশাসক অজিয়র আরও বলেন, এখন সবাই সাংবাদিক। সুন্দর নাম দিয়েই ডটকম, টিভি হয়ে যাচ্ছে। যে কারণে কে সাংবাদিক আর কে সাংবাদিক নয়, তা বোঝা যাচ্ছে না। এই সাংবাদিকতায় চমক আছে দায়বদ্ধতা নেই। তিনি বলেন, মানুষ ফেসবুকে আর আস্থা রাখতে পারছে না। কেননা এটি ব্যবহার করে অন্যের চরিত্র হনন চলছে। তিনি পেশাদার সাংবাদিকদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, আজকে হয়তো আপনার কোনো নিউজ পছন্দ হচ্ছে না, কিন্তু এটি এক সময়ে মূল্যবান হতে পারে। জেলা প্রশাসক বরিশালের প্রেক্ষাপটে বলেন, এখানে এক দেড় হাজার সাংবাদিক পরিচয় দিতে পারে। অথচ প্রকৃত সাংবাদিক সব মিলিয়ে ১০০ হতে পারে। সাংবাদিক সাইফুর রহমান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নিউজ নেটওয়ার্কের কান্ট্রি ডিরেক্টর মইনউদ্দিন আহমেদ, ইন্টার নিউজের সিইও শহিদুজ্জামান। প্রশিক্ষণ পরিচালনা করেন এইচএম আলাউদ্দিন ও মো. নুরুজ্জামান, জিয়াউর রহমান ও মৌসুমী সাহা। আয়োজকরা জানিয়েছেন, প্রশিক্ষণে বরিশালের বিভিন্ন গণমাধ্যমের ৩০ জন সাংবাদিক অংশ নিয়েছেন।
Leave a Reply