স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে গঠিত সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, কমিটির সমন্বয়ক ও বিভাগীয় কমিশনার শহিদুজ্জামান। সভায় রবিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহ্ফুজুর রহমান, জেলা প্রশাসক হাবিবুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
কমিটির সদস্যদের মধ্যে কয়েকটি দপ্তর বরিশালে না থাকায় ওই সকল দপ্তরের প্রধানরা এই সভায় উপস্থিত ছিলেন না। কমিটির সদস্য সচিব জেলা নির্বাচন অফিসার হেলাল উদ্দিন খান বলেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন থেকে গঠিত সমন্বয় কমিটির চিঠি শুক্রবার আমরা হাতে পেয়েছি। এর প্রেক্ষিতে শনিবার এ সভা অনুষ্ঠিত হয়। প্রথম সভায় নির্বাচন কমিশনের নিদের্শনা ও কার্যপরিধিসহ সিটি নির্বাচনের বিভিন্ন দিক দিয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, কমিটির কার্যবিধি অনুযায়ী সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করণ এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়াসহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা বলা হয়েছে। এছাড়া নির্বাচন কেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচন কমিশনকে অবহিত করার পাশাপাশি নির্বাচন পরিচালনায় রির্টানিং অফিসারকে সার্বিক সহায়তা করার বিষয়ে আলোচনা হয়েছে।
Leave a Reply