এন এম দেলোয়ার, পিরোজপুর ॥ খেলাধুলা শরীর স্বাস্থ্য ও মন ভালো রাখে। পাশাপাশি মনকে করে তোলে দারুণ উজ্জীবিত।অপরদিকে মাদক কখনোই শান্তি বয়ে না। প্রতিনিয়ত অশান্তির পরিবেশ সৃষ্টি করে। স্কুল ও কলেজ পড়ুয়া কিশোর ও যুবকরা খেলাধুলা করে সুন্দর জীবন যাপন করা সম্ভব। আসলেই মাদক শেষ করে গোটা পরিবার সহ এক একজন ব্যাক্তিকে। একটি পরিবার, একটি সমাজ সহ সমগ্র উপজেলার বেশীরভাগ লোকজন ধ্বংস হয় মাদকের কারনে । মাদকের কড়াল গ্রাসে নিমজ্জিত উপজেলার বহু কিশোর কিশোরী সহ যুব সমাজের তরতাজা মানুষগুলো। মাদকের সাথে কোন রকম আপোষ নয় আর একথা গুলো বলেন, মাতৃভূমি ক্রীড়া সংঘের আয়োজনে শহীদ স্মৃতি মিনি ফুটবলের ফাইনালের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মোঃ রিয়াজ হোসেন( পি পি এম)। সময়ের আলোচিত ও দুর্দান্ত সাহসী অফিসার পিরোজপুর জেলার নেছারাবাদ থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রিয়াজ স্যার আরও বলেন, মাতৃভূমি ক্রীড়া সংঘের আয়োজনে ২৩ নং দক্ষিণ জগন্নাথকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মিনি ফুটবলের ফাইনাল খেলা সত্যিই প্রশংসার দাবীদার। মিনি ফুটবলের ফাইনাল খেলায় দর্শকদেরও প্রশংসা করেন। এদিকে বিশেষ অতিথি হিসেবে নেছারাবাদ উপজেলার ভাইস চেয়ারম্যান সময়ের জনপ্রিয় নেতা বাবু রণী দত্ত সহ বীর মুক্তিযোদ্ধা সাবেক কাউন্সিলর মোঃ মজিবুর রহমান, শহীদ স্মৃতি মহাবিদ্যালয় সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুর রহমান খান, স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি ও পৌর যুবলীগের সভাপতি বাবু শিশির কর্মকার প্রমুখ। এছাড়াও ফাইনাল খেলায় পুরস্কার বিতরণীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ রাজনীতিবিদ ও সমাজ সেবক মোঃ জামান কাজী, ৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোঃ হেদায়েতুল ইসলাম বাবু, সাবেক কাউন্সিলর মোঃ জিয়াউদ্দিন মালেক। এদিকে ফাইনাল খেলার শুরুর আগে সকল খেলোয়াড়দের সাথে পরিচয় পর্ব করিয়ে দেন প্রধান অতিথির সাথে। ফাইনাল সহ শুরু থেকে শেষ পর্যন্ত পরিচ্ছন্ন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করেন সংগঠনের সভাপতি মোঃ সাইদুল ইসলাম সাইদ ও সাধারন সম্পাদক মোঃ আল আমিনের ভূমিকা ছিলো দারুণ প্রশংসনীয়। পাশাপাশি টুর্নামেন্ট কমিটির আহবায়ক ৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোঃ হেদায়েতুল ইসলাম বাবুর ভূমিকাও চোখে পড়ার মত।
এদিকে সমগ্র অনুষ্ঠান সহ ফাইনাল খেলার আয়োজন ছিল চমৎকার পরিপাটি পরিবেশের ছোঁয়া।এবারের মিনি ফুটবলে মোট ৩৫ টি দলের অংশ গ্রহণ করে এবারের টুর্নামেন্টে।সোমবার বিকাল ৩.৩০ মিনিটে শুরু হয় ফাইনাল খেলা।ফাইনালে আকলমের শক্তিশালী এন এস পাওয়ার ক্রীড়া সংঘ ও জগন্নাথকাঠীর শক্তিশালী দল জগন্নাথকাঠী একাদশ। ফাইনাল খেলায় চমক দিয়ে অলৌকিক ভাবে ৪ শূন্য গোলে পরাজিত করে জগন্নাথকাঠী একাদশকে। প্রশাসনের সুদৃষ্টি থাকায় সমগ্র অনুষ্ঠানের পরিবেশে ছিল সুনিয়ন্ত্রিত ও আন্তরিকতায় ভরপুর। জেলার ও স্থানীয় গণ মাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন মাতৃভূমি ক্রীড়া সংঘের ফাইনাল খেলার অনুষ্ঠানে। সর্বশেষ তথ্য মতে নেছারাবাদ থানার সার্কেল অফিসার মোঃ রিয়াজ স্যারের গঠন মূলক কথায় মুগ্ধ ক্রীড়াপ্রেমী সমর্থন সহ সমগ্র পৌরবাসীরা ।
Leave a Reply