এন এম দেলোয়ার, পিরোজপুর প্রতিনিধি
শান্তিপ্রিয় নেতা ও সাদা মনের মানুষ বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী এ্যাড শ ম রেজাউল করিমের আগমন সহ সমগ্র অনুষ্ঠান ছিল চমৎকার ও পরিপাটি পরিবেশের ছোঁয়া।সমগ্র আটঘর কুডিয়ানা ইউনিয়নে মন্ত্রীর অনুষ্ঠানে লোকে লোকারন্য ছিলো শুরু থেকে শেষ পর্যন্ত। এদিকে জলাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে কয়েক শতাধিক মুসলিম হিন্দু ভোটারদের মুহু মুহু করতালি ও শ্লোগানে মুখরিত করে তুলছিলো অনুষ্ঠানের প্যান্ডেল। তবে মিঠুন হালদারের লোকজনের সমাগমে সমগ্র অনুষ্ঠানকে আরো সার্থক করে তোলো।এদিকে সমাজ সেবক ও ব্যাবসায়ী বিশ্বজিৎ হালদারের সুযোগ্য নেতৃত্বের বদৌলতে মুন্সিয়ানার ছাপ ছিলো। গত কয়েক দিনের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের মন্ত্রীর অনুষ্ঠানের সফলতা।বিগত কয়েক বছর ধরে আটঘর কুডিয়ানা ইউনিয়নে এত বড় অনুষ্ঠান চোখে পড়েনি।সাজ সাজ রব উঠেছিল কুড়িয়ানার সমগ্র অনুষ্ঠানে। মাননীয় মন্ত্রীর আগমনে আটঘর কুডিয়ানা ইউনিয়নে শীর্ষ নেতাদের মধ্যে মিলন মেলায় পরিনত হয়।স্থানীয় ছাত্রলীগ সহ যুবলীগ ও আওয়ামী লীগের নেতা ও কর্মীদের মহড়া ছিলো চোখে পড়ার মত। যদিও রাজনৈতিক মাঠ যুদ্বে মিঠুন হালদার ও বিশ্বজিত হালদারের নেতৃত্বে মুগ্ধ মাননীয় মন্ত্রী মহোদয়।তবে জলাবাড়ী ইউনিয়নের মধ্যে সবচেয়ে সফল হয়েছে আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে। প্রায় শ’ পাচেক লোকের সমাগম ঘটায় জলাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে।হিন্দু মুসলিম ভোটাররা দুপুর থেকে শেষ পর্যন্ত উপস্থিত থেকে সমগ্র অনুষ্ঠানকে সার্থক করে তোলেন।
এ ব্যাপারে কথা হয় মাদ্রা ঝালকাঠির প্রবীন আওয়ামী লীগের এক কর্মী মোঃ ইয়াকুবের(৬৫) সাথে। স্বল্প সময়ের আলোচনায় জেলার ও স্থানীয় গণ মাধ্যম কর্মীদের জানান, আমি সহ আমর মত বহু মুসলমানরা সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ হালদারের নেতৃত্বে সমবেত হই আজকের অনুষ্ঠানে। এছাড়াও কথা হয় জলাবাড়ী ইউনিয়নের মোস্তফা কামাল, আঃ মজিদ, মোঃ ফারুক, মোঃ কিবরিয়া সহ আর এক শিক্ষক দিলীপ বেপারীর সাথে।এদিকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সমগ্র অনুষ্ঠানকে বেগবান করে তোলে সময়ের আলোচিত ও মেধাবী রাজনৈতিক নেতা শ্রী মিঠুন হালদার ও বিশ্বজিত হালদারের সুযোগ্য নেতৃত্ব।মাননীয় মন্ত্রী এ্যাড শ ম রেজাউল করিম মহোদয় দারুণ মুগ্ধ অনুষ্ঠানের কার্যক্রম দেখে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্য বিধির বিধান মেনে চলে সকল নেতা কর্মীরা উপস্থিত হন মাননীয় মন্ত্রীর আগমনের অনুষ্ঠানে। হাজার হাজার মানুষের ঢল নামে আজকের কুড়িয়ানায়।
এ ব্যাপারে কথা হয় জলাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ হালদারের সাথে জেলার ও স্থানীয় গণ মাধ্যম কর্মীদের। একান্ত আলাপ চারিতায় বলেন, আমি আমার দায়িত্ব পালন করতে কার্পণ্যতা করিনি। আজকের সমগ্র অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য আমি শতভাগ চেষ্টা করেছি। তবে শ্রী মিঠুন হালদারের ভূমিকা ছিল দারুণ প্রশংসনীয়। মিডিয়ার আর এক প্রশ্নের জবাবে জানান, আমি আমার জলাবাড়ী ইউনিয়ন থেকে প্রায় পাঁচশ লোকের সমাগম ঘটানোর চেষ্টা করেছি। আজকের যা কিছু হয়েছে তার পুরো কৃতিত্ব জলাবাড়ীবাসীর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ইউনিয়নের নেতা কর্মীরা ধৈর্য সহকারে সমগ্র অনুষ্ঠান উপভোগ করে। মাননীয় মন্ত্রী এ্যাড শ ম রেজাউল করিমের মহোদয়ের চমৎকার ও সময় উপযোগী বক্তৃতা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। সর্বশেষ তথ্য মতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বিশ্বজিৎ হালদার জানান, আমি আমার দায়িত্ব পালন করেছি মাননীয় মন্ত্রীর আগমন উপলক্ষে। তবে আমি আবারও মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে বলতেছি আমি নৌকার টিকেট পাবো ইনশাআল্লাহ।নৌকার সন্মান বজায় রাখার জন্য আমি ইউনিয়নবাসীর পাশে থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত খেদমত করে যাবো।
Leave a Reply