এন এম দেলোয়ার, পিরোজপুর ॥ দিনক্ষণ সরকারি ভাবে ঘোষণা না হলেও খুব শ্রীঘ্রই নেছারাবাদ উপজেলার মধ্যে স্বরূপকাঠি পৌরসভার তফসিল ঘোষণা প্রায় নিশ্চিত। তৃতীয় দাপে স্বরূপকাঠি পৌরসভার দিনক্ষণ প্রায় নিশ্চিত। জেলা নির্বাচন সূত্রে সেই কথাই জানাম দেয়। আর হ্যা আমরাও সেই সূত্র ধরেই স্বরূপকাঠি পৌরসভার নির্বাচনী ভাবনা নিয়ে প্রতিদিন সংবাদ প্রকাশ করে যাচ্ছি। সম্ভাব্য মেয়র প্রার্থী মিয়া মোঃ ওহাবের নিউজের মধ্য দিয়ে শুরু হয় নির্বাচনী মাঠ পর্যায়ের নিউজ। আর আজকের পরিচিত মুখ সম্ভাব্য মেয়র প্রার্থী স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি হিসাবে তুলে ধরলাম প্রিয় পাঠকদের জন্য।প্রথম থেকেই না বললেই নয় সম্ভাব্য মেয়র প্রার্থী স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি ও পৌর যুবলীগের সভাপতি সম্ভাব্য পৌরসভার মেয়র প্রার্থী বাবু শিশির কর্মকার। আসলেই বহু গুনের গুনাবলি নিয়ে নিজ যোগ্যতায় স্বরূপকাঠি উপজেলার মধ্যে একটা অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছেন ইতিমধ্যে।খেলাধুলা থেকে শুরু করে রাজনীতি ও সমাজ সেবা দিয়ে ইতিমধ্যে নিজ ওয়ার্ড থেকে শুরু করে সমগ্র পৌরসভার মধ্যে পাকাপোক্ত অবস্থান তৈরী সক্ষম হয়েছেন।অপর দিকে গণ মাধ্যম কর্মী হিসাবে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসাবে বেশ পরিচিতি পেয়েছে। বর্তমানে স্বরূপকাঠি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে সকলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।অপরদিকে রাজনৈতিক ইমেজ তৈরী করে বর্তমানে পৌর যুবলীগের সভাপতি হিসাবে সমগ্র উপজেলায় একটা পাকাপোক্ত অবস্থান তৈরী করে বর্তমানে দারুণ প্রশংসনীয় ভূমিকা পালন করে সর্বমহলের কাছে দারুণ প্রশংসনীয় ভূমিকা পালন করতে সক্ষম হয়েছেন।সদালাপী ও মিশুক স্বভাবের অধিকারী হয়ে পৌরসভার মধ্যে খেটে খাওয়া সংগ্রামী শ্রমিক ইউনিয়নের মধ্যে বিশাল একটা গ্রহণ যোগ্যতা রয়েছে ইতিমধ্যে।
এদিকে গত সোমবার মাগরিব বাদ ৭নং ওয়ার্ডের হাওলাদার বাড়ীতে উঠোন বৈঠকের মধ্য দিয়ে আগাম নির্বাচনের কাজ শুরু করে দিয়েছে।পৌরবাসীর বিশেষ আবদারের কারণে আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছে উঠোন বৈঠকে উপস্থিত হওয়া কয়েক শতাধিক পৌর ভোটাররা। কন কনে শীত ও হিমেল হাওয়া উপেক্ষা করে ৭নং ওয়ার্ডের বেশীর ভাগ বাসিন্দারা গণ জোয়ার তৈরী করে মুহু মুহু করতালি দিয়ে সমগ্র উঠোন বৈঠকের আলোচ্য বিষয় সহ অনুষ্ঠানকে সার্থক করে তোলেন।উঠোন বৈঠকে হিন্দু মুসলিম ভোটাররা উপস্থিত হয়ে আবারও প্রমাণ করে শিশির কর্মকার সাধারণ মানুষের সেরা বন্ধু। আলোচনায় বার বার একটি কথাই বেশী উচ্চারিত হয়েছে বিগত সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম আউয়াল মহোদয়ের সময়ে শিশির কর্মকার রাজনৈতিক ইমেজ দিয়ে দল মত নির্বিশেষে সকলের কাছে একটা প্রশংসনীয় হয়েছে। ক্ষমতার দাপট দেখানোর পরিবর্তে সকলের কাছে সহানুভূতির দৃষ্টি দিয়ে সকলকেই কাছে টেনে নিয়েছে। আর সেই ধারাবাহিকতায় বিগত সময়ে পৌরবাসীর জন্য নানান কায়দায় সুযোগ সুবিধা দিতে কার্পণ্যতা বোধ করেনি। বর্তমান মেয়রের কিছু কিছু কাজের ব্যার্থতা কে চ্যালেঞ্জ করে শতভাগ সফলতার অংশ ফুটিয়ে তুলতে প্রাণপণ চেষ্টা করে সফল হয়েছে। এ ব্যাপারে ওয়ার্ডের বহু পৌর ভোটাররা মিডিয়াকে জানান, আসলেই মেয়র প্রার্থী হিসাবে আমাদের কাছে যোগ্য প্রার্থী। শিশিরের বড় গুণ তার দ্বারা কখনো কারো ক্ষতি হয়নি। সর্বশেষ পর্যায়ে কথা হয় সময়ের আলোচিত ও সাহসী পদক্ষেপ নেওয়া নেতা বাবু শিশির কর্মকারের সাথে। একান্ত আলাপ চারিতায় বলেন, আমি পৌরবাসীর জন্য খেদমত করে যেতে চাই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত। আমি মানবতার ফেরিওয়ালা হয়ে সকলের আর্শীবাদ নিয়ে বেচে থাকতে চাই। দল যদি আমাকে নৌকার টিকেট দেয় তাহলে নৌকার সন্মান বজায় রাখার জন্য পৌরবাসীর আর্শীবাদ নিয়ে সমাজ সেবা করে যাবো। আমি আশাবাদী পৌর নির্বাচনে যোগ্য প্রার্থী হিসাবেই আমি নৌকার টিকেট পাবো ইনশাআল্লাহ। মিডিয়ার আর এক প্রশ্নের জবাবে জানান, আমি স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতি। তাই মেয়র হতে পারলে উপজেলার সকল সাংবাদিকদের জন্য একটা বিশেষ সুবিধা দিতে বাধ্য থাকবো।
Leave a Reply