ভান্ডারিয়ায় প্রতিনিধি ॥ অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিজের ইজি বাইক হারালেন তেলীখালীর জুনিয়ার নাজির হাওলাদার। ১৯ নভেম্বর শনিবার বিকাল ৩ টায় মাদার্সী বাজার থেকে ভা-ারিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সুস্থ রুগী আনার চুক্তিতে অজ্ঞাত ২ জন যাত্রী ইজি বাইকটি যাওয়া ও আসার জন্য ভাড়া করে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে এসে একজন রুগী আনার জন্য হাসপাতালের ভিতরে চলে যায়। আর একজন দীর্ঘ সময় গাড়ীতে বসে গল্প করতে থাকেন। সন্ধ্যায় নাস্তা করার কথা বলে নাস্তা নিয়ে আবার গড়িতে ফিরে এসে সে নিজে খায় ও নাজির কেও খেতে দেয়।এর পর থেকেই নাজির নিখোঁজ হয়। ২০ নভেম্বর ভোররাতে পাশবর্তী ধাওয়া ইউনিয়নের ফুলতলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে পৌছে দেন। নাজির হাওলাদার (১৯ ) পিতাঃ নিজাম উদ্দিন হাওলাদার, নতুন বাজার, জুনিয়া বলেন, সরল বিশ্বাসে চিপস, কলা আর স্পাইট খাওয়ার পরে ঘুম ঘুম ভাব চলে আসে তারপরে আর কিছু মনে নাই। সকালে হাসপাতালে ঘুম ভাঙলে মনে পড়ে আমার গাড়ি কোথায় ততক্ষণে তার পরিবারের লোকজন হাসপাতালে এসে ভিড় করে। নাজির আরো বলেন, কিছুদিন হলো ধারদেনা করে ৮ সিটের ব্যাটারিযুক্ত ফ্রেসট্রেট কোম্পানির কাছ থেকে ২লক্ষ১০ টাকায় ক্রয় করেছি।কি ভাবে পরিশোধ করবো দেনা, গাড়ি হারিয়ে বার বার কান্নায় ভেঙ্গে পড়ে নাজির। অজ্ঞতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। জরুরী বিভাগ থেকে জানা যায় প্রাথমিক চিকিৎসার পর এখন সে অনেকটা সুস্থ্য।
Leave a Reply