নলছিটি প্রতিনিধি ॥ নলছিটি উপজেলার কুলকাঠিতে স্বেচ্ছাশ্রমে একটি কালভার্টের সংযোগ সড়ক মেরামত করা হয়েছে। এলাকার বাসিন্দা টিটু খান জানান দক্ষিন পাওতার ৬নং ওয়ার্ডের এই কালভার্টের সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে রয়েছে। তাই বুধবার(২৭ জানুয়ারী) সকালে আমরা সবাই মিলে রাস্তাটি মেরামত করেছি যার কারনে এখন কালভার্ট দিয়ে চলাচল করতে কোন সমস্যা হবে না। আরেক বাসিন্দা আল আমিন জানান এই রাস্তাটি এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ন প্রতিদিন স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ অসংখ্য যানবাহন চলাচল করে। আমরা বেশ কয়েকবার বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানানোর পরেও তিনি রাস্তাটি মেরামত করার কোন ব্যবস্থা গ্রহন করেননি তাই আমরা নিজেরাই স্ব উদ্যোগে রাস্তাটি সংস্কার করলাম। সড়কটি মেরামত কাজে পাওতা গ্রামের ১০/১২ জনের একটি যুবদল অংশগ্রহন করেন।
Leave a Reply