নিজস্ব প্রতিবেদক ॥ অবিলম্বে সোনারগাঁ টেক্সটাইল চালু কর, শ্রমিকদের সমস্ত বকেয়া পরিশোধ কর। প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারী চালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইকের লাইসেন্স দাও; পুনর্বাসন ছাড়া রিক্সা-ভ্যান, ইজিবাইক, হকার, বস্তি উচ্ছেদ চলবে না। ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, ইলেকট্রিক, নির্মাণসহ সকল শ্রমিকদের নায্য মজুরি, চাকুরির নিশ্চয়তা; কর্মক্ষেত্রে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী; নিয়োগপত্র ও পরিচয়পত্র দিতে হবে। কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ কর; বরিশালের সকল কারখানা ও অপ্রাতিষ্ঠানিক খাতে ‘ট্রেড ইউনিয়ন’ করার অধিকার দিতে হবে।দেশি কোম্পানি বাপেক্সকে দিয়ে ভোলার গ্যাস উত্তোলন করে বরিশাল বিভাগে গ্যাসভিত্তিক কারখানা নির্মাণ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। বন্ধ নয়, পাটকল-চিনিকলসহ সকল রাষ্ট্রায়াত্ত্ব কারখানা আধুনিকীকরণ করতে হবে। এই ৬ দফা দাবিতে আগামীকাল ৩০ জানুয়ারি শনিবার সকাল ১০টায় অশি^নী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ২য় জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি, স্কপের কেন্দ্রীয় নেতা কমরেড রাজেকুজ্জামান রতন, বক্তব্য রাখবেন বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তীসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ। সমাবেশ শেষে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলার ২য় কমিটি পরিচয় করিয়ে দেয়া হবে এবং লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। এক যুক্ত বিবৃতিতে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইমরান হাবিব রুমন এবং সদস্য সচিব মানিক হাওলাদার এই সম্মেলন সফল করার জন্য সকলের সহযোগিতা ও অংশগ্রহণ প্রত্যাশা করেন।
Leave a Reply