আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বরিশালের আগৈলঝাড়ায় সড়ক দূর্ঘটনায় এক ভ্যান চালকের মৃত্যু ও এক শিক্ষক গুরুতর আহত হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদর থেকে গৈলা বাজার যাবার পথে সদরের টিএন্ডটি মোড়ে আসা মাত্র ভ্যান চালক পূর্ব সুজনকাঠী গ্রামের জালাল মোল্লা নিয়ন্ত্রন হারিয়ে ভ্যান উল্টে পরে যায়। তখন জালাল মোল্লার ভ্যানে থাকা যাত্রী বিএইচপি একাডেমীর শিক্ষক আবুল কালাম আজাদ ও ভ্যান চালক জালাল মোল্লা আহত হয়। স্থানীয়রা উভয়কে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাজু বিশ্বাস ভ্যান চালক জালাল মোল্লা (৬০)কে মৃত ঘোষনা করেন। সে উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠী গ্রামের মৃত জিন্নাত আলী মোল্লার ছেলে। গুরুতর আহত অবস্থায় শিক্ষককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এব্যাপারে আগৈলঝাড়া থানা ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, পূর্ব সুজনকাঠী গ্রামের জালাল মোল্লা নিয়ন্ত্রন হারিয়ে ভ্যান উল্টে পরে নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।
Leave a Reply