উজিরপুর প্রতিনিধি ॥ বাজার ছেড়ে গ্রামের মধ্যে নিজ বাড়ির পাশে অপরিকল্পিত ভাবে যাত্রী ছাউনি নির্মাণ করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন জেলা পরিষদের সদস্য উর্মিলা বাড়ৈ। সরেজমিনে দেখা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে জেলা পরিষদের অর্থায়নে উজিরপুর উপজেলার জল্লা-কুড়ালিয়া বাজারের দক্ষিণ দিকে ইটের রাস্তার পাশে গ্রামের মধ্যে তিন লাখ টাকা ব্যয়ে টিনসেড একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। মেসার্স মা-বাবার দোয়া নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্পটি বাস্তবায়ন করেন। যাত্রী ছাউনির গায়ে লাগানো প্লেটে লেখা রয়েছে সৌজন্যে জেলা পরিষদের সদস্য উর্মিলা বাড়ৈর নাম। স্থানীয়রা জানান, অপরিকল্পিত ভাবে নির্মিত এ যাত্রী ছাউনি সাধারণ পথচারীদের কোন উপকারে আসবেনা। যাত্রী ছাউনিটি বাজারের মধ্যে কিংবা মূল সড়কের পাশে নির্মাণ করা হলে পথচারীরা সুবিধা ভোগ করতে পারতো। এ বিষয়ে জেলা পরিষদের সদস্য উর্মিলা বাড়ৈ বলেন, যাত্রী ছাউনি নির্মাণ করতে কেউ জায়গা না দেয়ায় বাজারের মধ্যে ও রাস্তার পাশে নির্মান করা সম্ভব হয়নি। তবে এ ব্যাপারে রির্পোট না করার জন্য তিনি অনুরোধ করেন।
Leave a Reply