রাকিবুল হাসান, বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ শিক্ষক সমিতির শতবর্ষ পূর্তি উপলক্ষে বাবুগঞ্জে শিক্ষক সমিতির বর্ণাঢ্য শোভাযাত্রা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘ছাত্র-শিক্ষক-জনতা, গড়ে তোলো একতা’-এ স্লোগানকে সামনে রেখে শনিবার উপজেলার রহমতপুরে ওই শোভাযাত্রা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে শিক্ষক সমিতির বর্ণিল শোভাযাত্রাটি বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রিজ থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় সেখানে শিক্ষক সমিতির উপজেলা সভাপতি রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল বিভাগীয় আঞ্চলিক কমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দিন জাহাঙ্গীর। সংগঠনের উপজেলা কমিটির যুগ্ম-সম্পাদক প্রধান শিক্ষক সাইদুর রহমান তালেবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক সিরাজুল হক, সহ-সভাপতি প্রধান শিক্ষক এইচ.এম ইউসুফ আলী, মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের জেলা সম্পাদক মনিরুজ্জামান খোকন, প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল, প্রধান শিক্ষক অনীল চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম বাদল, আরিফুর রহমান সুমন প্রমুখ। এসময় বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করার পাশাপাশি শিক্ষকদের চাকরির নিরাপত্তা প্রদান এবং বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ বেতন বৈষম্য নিরসনে সরকারের কাছে দাবি জানান।
Leave a Reply