মুলাদী প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান এর শরীরে ইনজেকশন পুশ করার মাধ্যমে করোনা ভেকসিন গনটিকার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস। গতকাল সকাল ১০ টায় মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গনটিকার কার্যক্রম পরিচালিত হচ্ছে। গনটিকা গ্রহন করেন উপজেলা কৃষি অফিসার রেজাউল হাসান, মুরাদী পল্লীবিদ্যুৎ ডিজিএম আনন্দ কুমার, মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আরিফ খান, মুলাদী থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) মজিবুর রহমান, সেকেন্ড অফিসার এস আই সোলায়মান মাহবুব সুরক্ষা অনলাইনে আবেদনকৃত অনেক অফিসার গন। গনটিকায় উপস্থিত ছিলেন মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাক্তারগন, মুলাদী থানার অফিসারগন এবং এমটিপিইপিআই আল মামুন হুমায়ুন কবির, ইপিআই কর্মীগন, পরিবার পরিকল্পনার কর্মীগন প্রমুখ। গনটিকার কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস বলেন সারা বছর ধরে টিকাদান কর্মসূচি চলবে উল্লেখ করে এটি একদিন বা এক মাসের বিষয না। সারাবছর ধরেই এই ভ্যাকসিন কার্যক্রম চলবে। সরকারের করোনা ভ্যাকসিন কর্মসূচী অনুযাযী ব্যবস্থা নিয়েছি, যেন দেশের মানুষ করোনাভাইরাস থেকে নিরাপদে থাকে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে। তাই যারাই সুরক্ষা অ্যাপে রেজিষ্ট্রেশন করবে তাদেরকেই ভ্যাকসিক দেওয়া হবে। এরইমধ্যে বাংলাদেশের সব জেলা উপজেলার ১০০৫টি কেন্দ্র থেকে এই টিকা কর্মসূচি একযোগে শুরু করা হয়েছে। এজন্য কাজ করছে ২৪০০টি টিম।
Leave a Reply