নাজিরপুর প্রতিনিধি ॥ সারা দেশের মতো পিরোজপুরের নাজিরপুরেও শুরু হয়েছে করোনা প্রতিরোধে টিকাদান কার্যক্রম। নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে রোববার ৭ ফেব্রুয়ারি সকাল ১০টায় থানার কর্মকর্তা ইনচার্জ শেখ আশরাফুজ্জামানকে টীকা দিয়ে টীকা প্রদান কর্মসূচি উদ্বোধন করেন ডাঃ শুভ ওঝা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান, বিশিষ্ট সমাজসেবক এস এম নজরুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, শাহারিয়ার ফেরদৌস রুনা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় টীকাদান কর্মসূচীর প্রথম দিনে ৬৭ জনকে টীকা প্রদান করা হয়েছে, এদেরকে ১ মাস পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এ পর্যন্ত ৩০০ জন এর নাম রেজিষ্ট্রেশন করা হয়েছে। নতুন রেজিষ্ট্রেশন যারা করবে তাদেরকে নিয়ম মাফিক দেওয়া হবে।
Leave a Reply