বিদেশ ডেস্ক ॥ ইয়েমেনকে তিন সপ্তাহে নিয়ন্ত্রণে নেওয়ার সৌদি স্বপ্ন ছয় বছরেও বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেন। খাতিবজাদে দাবি করেছেন, সৌদি আরব নীতি-নৈতিকতার পরোয়া না করে ইয়েমেনকে অবরুদ্ধ করে রেখেছে এবং বোমাবর্ষণ করছে। খবর পার্সটুডের। ইরানের এই মুখপাত্র বলেন, সৌদি আরবকে হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে এবং আরব ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের অবসান ঘটাতে হবে। সম্প্রতি বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক বলেছেন, ইয়েমেনের চার লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এর অর্থ হলো এসব শিশু মৃত্যু ঝুঁকিতে রয়েছে। উল্লেখ্য, গত ছয় বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হামলা চালিয়ে যাচ্ছে। যুদ্ধের কারণে দেশটির ৮০ শতাংশ মানুষের এখন ত্রাণ প্রয়োজন বলে এর আগে জানিয়েছে জাতিসংঘ। তাদের জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ইয়েমেনে তীব্র অপুষ্টিতে ভুগছে এমন পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ২২ শতাংশ বাড়বে।
Leave a Reply