ক্রীড়া ডেস্ক ॥ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪২ রানের লক্ষ্য তাড়ায় ২৫তম ওভারে ১২০ রানে নেই পাকিস্তানের ৫ উইকেট। বড় হারের মঞ্চ প্রস্তুত। সেই ম্যাচ জমিয়ে তুললেন ফখর জামান। তবে আশা জাগিয়েও ডাবল সেঞ্চুরি পেলেন না। ১৯৩ রানে আউট হলেন বাঁহাতি এই ওপেনার। দারুণ জয়ে সিরিজে সমতা আনল দক্ষিণ আফ্রিকা। রবিবার জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে ১৭ রানে জিতেছে স্বাগতিকরা। তবে পাকিস্তানি ব্যাটসম্যান ফখর জামান জিতে নিয়েছেন অসংখ্য ক্রিকেটপ্রেমীর মন। ১৫৫ বলে ১৯৩ রানের অনবদ্য ইনিংস খেলার পথে ফখর ভেঙেছেন বেশ কিছু রেকর্ডও। রান তাড়া করতে নেমে অর্থাৎ ওয়ানতেডে দ্বিতীয় ইনিংসে এতো বড় ইনিংস নেই আর কারো। এর আগে রান তাড়া করতে নেমে সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল অজি ব্যাটসম্যান শেন ওয়াটসনের দখলে। বাংলাদেশের বিপক্ষে ১৮৫ রানের ইনিংস খেলেছিলেন ওয়াটসন। এছাড়া প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে তিনি দুইবার দেড়শো ছাড়ানো ইনিংস খেললেন। এর আগে একটি ওয়ানডেতে তিনি ২১০ রানের ইনিংস খেলেছিলেন। ফখরের এই ১৯৩ রানের ইনিংসটি ওয়ান্ডারার্সের সবচেয়ে বড় ইনিংস। এমনকি দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডেতে এতো বড় ইনিংস কেউ খেলতে পারেনি। গতকাল দক্ষিণ আফ্রিকার জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১-১ এ সমতায় আছে। সিরিজের শেষ ওয়ানডেটি তাই সিরিজ নির্ধারণী। বুধবার সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি।
Leave a Reply