বিদেশ ডেস্ক ॥ বিশ্বের অন্য যে কোনও শহরের তুলনায় সবচেয়ে বেশি ধনী ব্যক্তির বাস এখন চীনের বেইজিং শহরে। ফোর্বসের সর্বশেষ প্রকাশিত ধনী ব্যক্তিদের তালিকায় উঠে এসেছে এমন তথ্য। যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এমনটি জানানো হয়। বিজনেস ম্যাগাজিনের তথ্যমতে, গত বছর চীনের রাজধানী বেইজিংয়ে ছিলেন ৩৩ জন বিলিয়নিয়ার। এবছর এই শহর ধারণ করছে ১০০ জন বিলিয়নিয়ারকে। গত সাত বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর ৯৯ জন বিলিয়নিয়ার নিয়ে এ তালিকায় ছিল সবার ওপরে। এবার নিউ ইয়র্ক শহরকে টপকে শীর্ষস্থান দখল করল বেইজিং। কোভিড-১৯ এর দ্রুত নিয়ন্ত্রণ, প্রযুক্তি সংস্থাগুলো এবং শেয়ার বাজারের উত্থান চীনের এই শীর্ষস্থান অর্জনে সহায়তা করেছে। ধনীদের সংখ্যার তালিকায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরকে পেছনে ফেললেও বিলিয়নিয়ারদের সম্মিলিত নিট সম্পদের চেয়ে ৮০ বিলিয়ন মার্কিন ডলারে পিছিয়ে রয়েছে বেইজিং। বেইজিংয়ের সবচেয়ে ধনী ছিলেন ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটকের প্রতিষ্ঠাতা এবং এর মূল সংস্থা বাইটড্যান্সের প্রধান নির্বাহী জাং ইয়িমিং। যার নিট সম্পদের পরিমাণ ৩৫ দশমিক ছয় বিলিয়ন ডলার। অন্যদিকে নিউ ইয়র্ক শহরের সবচেয়ে ধনী ছিলেন সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। যার নিট সম্পদের পরিমাণ ৫৯ বিলিয়ন ডলার।
Leave a Reply