বিদেশ ডেস্ক ॥ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র নির্মাণ কারখানায়। গত মঙ্গলবার এই বিস্ফোরণ ঘটেছে বলে ইসরায়েলের বিভিন্ন সূত্র জানিয়েছে। দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত এই ঘটনাস্থলের পাশে বেসামরিক জনবসতি রয়েছে। খবর পার্সটুডের। দেশটির সাংবাদিক এডি কোহেন নিজের টুইটার পেইজে বিস্ফোরণের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করে এ খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, ‘তুমের’ অস্ত্র নির্মাণ কারখানায় নিয়মিত পরীক্ষার সময় এই বিস্ফোরণ ঘটে। মানবিক ভুলের কারণে এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন ও ধোঁয়ার বিশাল কুন্ডলী দেখেছেন। ইসরায়েলি দৈনিক হারেৎজ লিখেছে, একটি পরীক্ষা চলাকালে বিস্ফোরণটি ঘটেছে। এতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এর ফলে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়।
Leave a Reply