ক্রীড়া ডেস্ক ॥ সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে বুধবার অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতা ২০২০ টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টের কাঙ্ক্ষিত ড্র। ড্রয়ের পর দেখা গেল, ছেলেদের ফুটবলে একই গ্রুপে পড়েছে বিশ্বকাপজয়ী দুই দল ব্রাজিল ও জার্মানি। ২০১৬ রিও অলিম্পিকে ফাইনালে মুখোমুখি হয়েছিল দল দুটি। অন্যদিকে নিজের গ্রুপে স্পেনকে পেয়েছে আর্জেন্টিনা। এই ক্রীড়া প্রতিযোগিতায় ছেলেদের ফুটবলে চারটি গ্রুপে এবার ১৬টি দল অংশ নেবে। ‘ডি’ গ্রুপে ব্রাজিল ও জার্মানির সঙ্গে পড়েছে আইভরি কোস্ট ও সৌদি আরব। সেই হিসাবে সবচেয়ে কঠিন গ্রুপে পড়ল মরুর দেশ সৌদি আরব। ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা ও স্পেনের সঙ্গী মিসর ও অস্ট্রেলিয়া। ‘এ’ গ্রুপে স্বাগতিক জাপানের সঙ্গে আছে ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। ‘বি’ গ্রুপে দক্ষিণ কোরিয়া, রুমানিয়া, নিউজিল্যান্ড ও হন্ডুরাস। এদিকে টোকিও অলিম্পিকে আর্জেন্টিনা যেন মেসিকে নিয়েই দল সাজায়- এমনটি আশা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের কোচ গ্রাহাম আরনল্ড। অলিম্পিক ফুটবলে অস্ট্রেলিয়ার সেরা সাফল্য এসেছিল ১৯৯২ সালে বার্সেলোনা আসরে, সেবার চতুর্থ হয়েছিল তারা। ১৬ দলের এবারের প্রতিযোগিতায় গ্রুপ পর্বেই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে অস্ট্রেলিয়ার সামনে। গত বছরই মাঠে গড়ানোর কথা ছিল টোকিও অলিম্পিকের। কিন্তু প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পিছিয়ে যায়। আগামী ২৩ জুলাই আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে বৈশ্বিক ক্রীড়ার সর্বোচ্চ আসরের। করোনাভাইরাসের কারণে ফুটবলে এবার অনূর্ধ্ব-২৩ এর বদলে অনূর্ধ্ব-২৪ দল খেলবে।
Leave a Reply