নিজস্ব প্রতিবেদক ॥ আউটলুক সেলুন ব্যবসার ছত্রছায়ার আড়ালেই চলছিল মাদক বাণিজ্য শেষ রক্ষা হয়নি তাদের। বরিশাল নগরীর বেলতলা আউটলুক সেলুনের আড়ালে দির্ঘদিন যাবত মাদক বাণিজ্য চালিয়ে আসছিলো চক্রটি। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নগর গোয়েন্দা পুলিশ। অভিযানে (২২পিচ) ইয়াবাসহ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন বরিশাল ওজোপাডিকোর কর্মচারী বেলতলা আলমাদনী সড়কের শামিম মাহামুদের ছেলে রেদোয়ান হোসেন তানভীর, নোমান ও জয়। শামিম মাহামুদের দুই ছেলে মেহেদী হাসান ও রেদোয়ান হোসেন তানভীর আউটলুক সেলুনের আড়ালে দির্ঘদিন যাবত মাদক বাণিজ্য চালিয়ে আসছিলো। তবে রহস্যজনক কারনে মূলহোতা মেহেদী হাসানকে আটক করা হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী হাসান নিজেকে ছাত্রলীগ পরিচয় দিয়ে মাদক বাণিজ্য চালিয়ে আসছে দির্ঘদিন যাবত। লোকদেখানো আউটলুক সেলুনে বসেই মাদক বাণিজ্য চালিয়ে আসলেও রহস্যজনক কারনে আটক হয়নি মেহেদি হাসান। এদিকে নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাদী হয়ে মামলা দায়ের করেছেন এস আই খায়রুলল আলম।
Leave a Reply