নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে বিনা উদ্ভাবিত মুগডাল চাষ সম্প্রসারণ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সদর উপজেলার চর হিজলতলায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এই মাঠ দিবসের অনুষ্ঠান আয়োজন করে। এতে ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। অনুষ্ঠানে র্ভার্চুয়াল পদ্ধতিতে বিশেষ অতিথি ছিলেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সিদ্দিকুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত। বিনা উপকেন্দ্র্রের ভারপ্রাাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. ফজলুর রহমান, স্থানীয় ইউপি সদস্য মো. জসিম উদ্দিন, প্রদর্শনী কৃষক মো. রানা সরদার ও মো. লাল মিয়া। অনুষ্ঠানে সদর উপজেলার ৬০ জন কৃষাণ-কৃষানী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম বলেন, দক্ষিণাঞ্চলের মাটি মুগডাল আবাদে যথেষ্ট উপযোগী। এর আবাদ খরচ কম। বাজার মূল্যও বেশি। এতে আমিষের পরিমাণ অনেক। পাশাপাশি রয়েছে জিংক এবং আয়রণের মতো পুষ্টি উপাদান। এ জন্য আবাদ আরো বাড়ানো দরকার। বীজ হিসেবে বিনামুগ-৮’র ব্যবহার অনন্য। এর দানা মাঝারি, রং উজ্জ্বল এবং সুগন্ধি। হেক্টর প্রতি গড় ফলন ১.৮ টন প্রায়। তাই বিনা মুগ-৮ চাষ করলে কৃষক অধিক লাভবান হবে বলে বক্তব্যে বলেন বিনা মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
Leave a Reply