আগৈলঝাড়া প্রতিনিধি ॥ আগৈলঝাড়ায় রমজান মাসে হঠাৎ করে তরমুজ ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তরমুজের দাম বাড়িয়ে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। এতে সাধারন লোকজনের মাঝে চরম ক্ষোভ দেখা দিয়েছে। জানা গেছে, উপজেলার বিভিন্ন হাট-বাজারে রমজানের প্রথমে প্রতি কেজি তরমুজ বিক্রি হত ২০-২৫ টাকা দরে। সেই তরমুজ ব্যবসায়ীরা হঠাৎ করে কয়েকদিন ধরে প্রতি কেজি তরমুজ ৫০-৬০টাকা কেজিতে বিক্রি করছেন। এই দাম বৃদ্ধির কারনে অনেকের ক্রয় ক্ষমতার বাহিরে রয়েছে তরমুজ কেনা। তরমুজ ক্রেতা হাবুল সরদার জানান, এর আগে তরমুজ আমরা পিস হিসাবে কিনেছি। কিন্তু অসাধু ব্যবসায়ীরা এবার বেশি টাকা লাভের আশায় কেজি দরে তরমুজ বিক্রি করছে। আরেক ক্রেতা কালাম মৃধা জানান, তরমুজের দাম কেজিতে ৬০ টাকা রাখা হচ্ছে। জনসাধারনের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এরকম অতি মুনাফা লোভীদের অতিদ্রুত আইনের আওতায় আনা হোক। গৈলা বাজারের তরমুজ বিক্রেতা একলেচ সরদার ও পলাশ সরদার জানান, সব জায়গায় এখন তরমুজ কেজি দরে বিক্রি হচ্ছে। ১ কেজি তরমুজের দাম ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি করছে সবাই। তরমুজের দাম আগে কেজিতে ২০-২৫ টাকা থাকলেও এখন দামটা একটু বেশি। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুল হাশেম জানান, এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
Leave a Reply