বিদেশ ডেস্ক ॥ পার্শিয়ান গালফে ফের মার্কিন যুদ্ধজাহাজকে উত্যক্ত করেছে ইরানের যুদ্ধজাহাজ। সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর দুইটি জাহাজের ৬৮ গজের মধ্যে চলে আসে তিনটি ইরানি জাহাজ। তখন সতর্কতা সূচক গুলি ছোঁড়ে মার্কিন জাহাজ। মঙ্গলবার (২৭ এপ্রিল) এখবর দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। প্রতিবেদনে বলা হয়, মার্কিন পঞ্চম নৌবহরের মুখপাত্র রেবেকা রেবারিচ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের তিনটি দ্রুতগামী ইনশোর এটাক ক্রাফট চলে আসে মার্কিন প্যাট্রল শিপ ইউএসএস ফায়ারবোল্ট এবং কোস্টগার্ড কাটার ব্যারনফের ৬৮ গজের মধ্যে। বারবার ব্রিজ-থেকে-ব্রিজের সতর্কতা এবং লাউড-হেইলার ডিভাইসগুলির ব্যবহার সত্ত্বেও ইরানী জাহাজগুলি মার্কিন নৌযানের কাছে আসতেই থাকে। এসময় ফায়ারবোল্ট সতর্কতা সূচক গুলি চালায়। এই সময়ে ইরানী জাহাজগুলি নিরাপদ দূরত্বে ফিরে যায়। অন্যদিকে ২০১৫ সালের পারমাণবিক চুক্তি পুনরায় কার্যকর করার উদ্দেশ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বর্তমানে আলাপ-আলোচনা চলছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে এই চুক্তি থেকে একতরফাভাবে সরে আসেন। এর ফলে দেশদুটি মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর ইরানে সঙ্গে পারমাণবিক চুক্তিতে পুনরায় ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। আন্তর্জাতিক শক্তিগুলো আশা করছে, দুটি দেশই এই চুক্তিতে পুরোপুরি সম্মত হবে।
Leave a Reply