বিদেশ ডেস্ক ॥ অন্ধকার কাটিয়ে যুক্তরাষ্ট্র এখন আলোর পথে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মাথায় কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। এ সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার ক্ষতি কাটিয়ে উঠতে এবং অর্থনীতিকে চাঙ্গা রাখতে এক লাখ ৮০ হাজার কোটি ডলারের আরও একটি প্রণোদনা প্যাকেজের ঘোষণা দেন তিনি। চলতি বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর জো বাইডেনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল করোনা মহামারি মোকাবিলা। প্রথম ১০০ দিনে ১০ কোটি মানুষকে টিকার দেওয়ার লক্ষ্য নির্ধারণ করে ইতোমধ্যেই বিরাট সাফল্য দেখিয়েছেন তিনি। এখন পর্যন্ত ২২ কোটিরও বেশি মার্কিন নাগরিক অন্তত একটি করে টিকার ডোজ নিয়েছেন। এ ছাড়া করোনার ক্ষতি কাটিয়ে উঠতে জনগণকে দিয়েছেন একাধিক অর্থনৈতিক প্রণোদনা। এক মাসের কম সময়ের ব্যবধানে দুটি নতুন প্যাকেজের ঘোষণা দিয়েছেন বাইডেন। গত বুধবার কংগ্রেসের যৌথ অধিবেশনে নতুন করে কর্মজীবী, শিক্ষার্থী এবং পরিবারগুলোর জন্য আরো এক লাখ ৮০ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেন তিনি। প্রতিনিধি পরিষদের একটি কক্ষে দেওয়া বক্তব্যে বাইডেন বলেন, ১০০ দিন পর আমি জাতিকে বলতে পারি যে, যুক্তরাষ্ট্র আবারও এগোচ্ছে, বিপদকে সম্ভাবনায় পরিণত করছে, সংকটকে করছে সুযোগে। যুক্তরাষ্ট্র এখন উড়তে প্রস্তুত। এসময় জো বাইডেন জানান, তার প্রশাসনের প্রথম ১০০ দিনেই ১৩ লাখ নতুন চাকরি তৈরি হয়েছে, যা আগের যেকোনও প্রেসিডেন্টের তুলনায় রেকর্ড। করোনা মহামারির ধাক্কা সামলে চলতি বছর যুক্তরাষ্ট্রের অর্থনীতি ছয় শতাংশ বাড়বে বলেও এ সময় জানান এ প্রেসিডেন্ট।
Leave a Reply