ক্রীড়া ডেস্ক ॥ শ্রীলঙ্কার সাত উইকেটে ৫৭৩ রানের জবাবে প্রথম ইনিংসে ২৫১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। ফলো অনে পড়া বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে দুই উইকেট হারিয়ে ১৭ রান করে দিন শেষ করলো লঙ্কানরা। স্পিন বান্ধব উইকেটে লঙ্কান স্পিনারদের মতো সহায়তা পাচ্ছে বাংলাদেশ দলের স্পিনাররা। দুই ইনিংস মিলিয়ে শ্রীলঙ্কার লিড ২৫৯ রান। গতকাল শনিবার পাল্লেকেলে সিরিজের শেষ টেস্টের তৃতীয় দিনে ১৫ মিনিট ব্যাট করে ২৯৩ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে বড় লক্ষ্য তাড়া করতে এসে দিনের তৃতীয় সেশনে সবকয়টি উইকেট হারিয়ে ২৫১ রান তোলে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তামিম ইকবাল। লঙ্কানদের হয়ে একাই ছয় উইকেট শিকার করেন অভিষিক্ত স্পিনার প্রবীন জয়াবিক্রমা। এ ছাড়া দুটি করে উইকেট শিকার করেন স্পিনার রমেশ মেন্ডিস ও পেসার সুরঙ্গ লাকমাল। ২৪২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে আসেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে ও লাহিরু থিরিমান্নে। দুজনের জুটি বেশি সময় স্থায়ী হতে দেননি মেহেদি হাসান মিরাজ। দলীয় ১৪ রানের মাথায় স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন আগের ইনিংসের সেঞুরিয়ান থিরিমান্নে। পরের ওভারে এসে ওশাদা ফার্নান্দোকে সাজঘরে ফেরান আরেক স্পিনার তাইজুল ইসলাম। এরপর সাত ওভারে দুই উইকেট হারিয়ে ১৭ রানে দিন শেষ করেন ওপেনার করুণারত্নে ও নতুন ব্যাটসম্যান অ্যাঞ্জেলা ম্যাথুজ।
Leave a Reply