আগৈলঝাড়া প্রতিনিধি ॥ আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয়, সাংগঠনিক ও মুজিবর্ষের পতাকা উত্তোলন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ন্যায্য অধিকার আদায়ের জন্য সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপজেলা শ্রমিকলীগ সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদারের সভাপতিত্বে সিমীত আকারে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বিপুল দাস, পিয়ারা ফারুক বক্তিয়ার, শফিকুল ইসলাম সকুল, ফরহাদ তালুকদার, উজ্জল লাহেড়ী, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ সিকদার, যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহ্বায়ক আবদুল্লাহ লিটন, শ্রমিক লীগের প্রচার সম্পাদক নূরে আলম পাইক, সদস্য মৃদুল দাস, রুপম দাস, তারেক পাইক, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply