ক্রীড়া ডেস্ক ॥ শ্রীলঙ্কায় যাওয়ার পর প্রচণ্ড রোদ আর গরমের কথা অনেক ক্রিকেটারের মুখেই শোনা গেছে। সেই কারণেই কিনা গতকাল নিজেদের দ্বিতীয় ইনিংসে প্যাভিলিয়নে ফেরার প্রতিযোগিতায় মেতেছিলেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। অবশেষে দিনের শেষভাগে বৃষ্টি এসে সেই পতন রোধ করল। দিনের খেলাও সমাপ্তি টানা হয়েছে। আগামীকাল পঞ্চম দিনে জিততে হলে মুমিনুলদের করতে হবে ২৬০ রান। অথবা ড্র করতে খেলতে হবে পুরো একটা দিন। গতকাল রবিবার এক সেশনের মতো খেলে ৯ উইকেটে ১৯৪ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিক শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ২৪২ রানে পিছিয়ে থাকায় জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৭ রান! যা নিতান্ত অসম্ভব ব্যাপার। এই অসম্ভব লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সর্বশেষ তিন ইনিংসে তিন অংকের কাছাকাছি রান করা তামিম ইকবাল গতকাল প্রথম ব্যাটসম্যান হিসেবে ২৪ রান করে আউট হন। অপর ওপেনার সাইফ হাসান ইনিংস বড় করতে পারেননি। আউট হন ৩৪ রানে। তিনে নামা নাজমুল হোসেন শান্ত টানা দুই ‘ডাক’ মারার পর গতকাল রানের দেখা পেয়েছেন। বিস্ময় স্পিনার জয়াবিক্রমার বলে বোল্ড হওয়ার আগে করেছেন ২৬ রান। অধিনায়ক মুমিনুল হক আর মুশফিকুর রহিম কিছুক্ষণ জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু ৩০ রানেই তাদের চেষ্টার সমাপ্তি ঘটে। মুমিনুল ৩২ আর মুশফিক ৪০ রানে প্যাভিলিয়নে ফিরেন। উইকেটে লড়াই করে যাচ্ছিলেন লিটন দাস (১৪*) আর মেহেদি মিরাজ (৪*)। দিনের শেষভাগে বৃষ্টি এসে খেলা বন্ধ করে দেয়। বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৭৭। রমেশ মেন্ডিস নিয়েছেন ৩ উইকেট; জয়াবিক্রমা ২টি।
Leave a Reply