গৌরনদী প্রতিনিধি ॥ মহামারী করোনার প্রকোপে লকডাউনে পড়ে কর্মহীন হয়ে পড়া বরিশালের গৌরনদীর দুই অসচ্ছল পরিবার শনিবার বিকেলে ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা চান। ফোন পাওয়ার পরপরই ওই দুই পরিবারের জন্য খাদ্য সহয়তা হিসেবে প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্য সামগ্রীসমুহ নিয়ে বাড়ি দুটিতে হাজির হন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস গতকাল রোববার সকালে স্থানীয় সাংবাদিকদের জানান, শনিবার বিকেলে ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা চান উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের সাইদুল বেপারী ও উত্তর বাউরগাতি গ্রামের শাহাবুদ্দিন খন্দকার। ফোন পাওয়ার এক ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্য সামগ্রীসমুহ নিয়ে ওই দুই ব্যক্তির বাড়িতে পৌছে দেয়া হয়। এ সময় বার্থী ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা সেখানে উপস্থিত ছিলেন।
Leave a Reply