স্টাফ রিপোর্টার ॥ টানা কয়েকদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বরিশাল অঞ্চলে। প্রখর রোদে পুড়েছে প্রকৃতি। এ বছর দেখা মিলেনি ঝড়-বৃষ্টির। টানা কয়েক মাসের অসহনীয় গরমের পর বরিশাল নগরীসহ আশপাশের জেলাগুলোতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) রাত দেড়টার দিকে শুরু হয়েছে বৃষ্টি। এতে নাগরিক জীবনে কিছুটা স্বস্তি এনেছে। শীতল বাতাসে প্রশান্তি বিরাজ করছে বরিশালে। তবে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া বইতে থাকায় জেলার অনেক এলাকায় বিদ্যুৎ চলে যাওয়ায় কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে রোজাদারদের। রাতে ছাড়াও শুক্রবার সকাল দিকেও নগরীতে বেশ বৃষ্টি হয়েছে। দীর্ঘদিন প্রচন্ড গরমে নাভিশ্বাস ওঠা জনগণ বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। চরমোনাই ইউনিয়নের কৃষক আলী আহসান বলেন, আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করছি। মাঠঘাট ফেঁটে চৌচির হয়ে গেছে। বৃষ্টির ফলে মাঠে ফসল বেশ ভালো হবে। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশালসহ দেশের আট বিভাগের জেলাগুলো রাতে কালবৈশাখী ঝড়-বৃষ্টির সম্মুখীন হতে পারে।’
Leave a Reply