সরদার নজরুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি ॥ “ঈদ হোক সকলের জন্য আনন্দময়” প্রতিপাদ্যকে সামনে রেখে জনপ্রিয় ফেসবুক গ্রুপ “আমাদের বানারীপাড়া”র উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মুখে একটু হাসি ফোটাতে তাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। মঙ্গলবার (১১ মে) উপজেলার বিভিন্ন স্থানের অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে গ্রুপের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন মো. সুমন হোসেনের দিক নির্দেশনায় স্বেচ্ছাসেবক সদস্যরা এ ঈদ উপহার ঘরে ঘরে পৌঁছে দেন। এ সময়ে উপস্থিত ছিলেন গ্রুপের উপদেষ্টা সদস্য কে. এম. সফিকুল আলম জুয়েল, অ্যাডমিন রিপা মল্লিক, মডারেটর মাসুদ রানা ও আসিফ আলী, স্বেচ্ছাসেবক সদস্য সাংবাদিক রুবেল বেপারী, হাফেজ সুজন হোসেন, মেহেদী আল মামুন, ফাবিহা রুহি প্রমুখ। এ প্রসঙ্গে “আমাদের বানারীপাড়া” গ্রুপের প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন মো. সুমন হোসেন জানান, সবাই মানবিক দিক বিবেচনা করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালে শুধু বানারীপাড়ায়ই নয়, দেশের সর্বত্র ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটি সুষ্ঠু সমাজব্যবস্থা গড়ে তোলা সম্ভব। আমরা মানবকল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। দুস্থ মানুষের মুখে একটু ঈদের হাসি ফোটানোই আমাদের লক্ষ্য। এ ক্ষেত্রে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।। এ ব্যাপারে সকলের পরামর্শ ও দোয়া চাই। আমাদের এ প্রচেষ্টায় যারা আর্থিকভাবে ও সুন্দর পরামর্শ দিযে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উল্লেখ্য, “আমাদের বানারীপাড়া” ফেসবুক গ্রুপটি এবারের রোজার শুরুতে ৩৫টি ও মাঝামাঝি সময়ে ৪৩টিসহ মোট ৭৮টি পরিবারে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছিল। বানারীপাড়ার ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বের বুকে তুলে ধরতে ফেসবুক গ্রুপটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে এটি সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। করোনাকালীন লকডাউনের মধ্যেও স্বাস্থবিধি মেনে অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে গ্রুপের স্বেচ্ছাসেবক সদস্যরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।
Leave a Reply