বিদেশ ডেস্ক ॥ আফগানিস্তানের রাতে ব্যাপক সংঘর্ষে দুই সৈন্য ও ১৭ তালেবান জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে চাহার দেরা ও দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের ঝরি জেলায় পৃথক দু’টি সংঘর্ষের ঘটনায় এই ১৯ নিহতসহ আহত হয়েছেন আরও অনেকে। আফগানিস্তান পুলিশ জানিয়েছে, তালেবান জঙ্গিরা আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে চাহার দেরা জেলায় আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর একটি টহল দলের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সেখানে এ সংঘর্ষে দুই সৈন্য ও তিন জঙ্গি নিহত হয়েছে। এছাড়াও এ সময় এক সৈন্য ও এক জঙ্গি আহত হয়। অন্যদিকে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের ঝরি জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগান সামরিক বাহিনী জঙ্গি দমন অভিযান চালায়। এ সময় ১৪ তালেবান জঙ্গি নিহত ও চার জন আহত হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ব্যাপক অভিযান চালিয়ে জঙ্গিদের চারটি আস্তানা গুড়িয়ে দেয় এবং তাদের কবল থেকে ঝরির বিস্তৃত এলাকা মুক্ত করে।
Leave a Reply