স্টাফ রিপোর্টার ॥ নগরীর রামকৃষ্ণ মিশনের পুকুরে ডুবে পুরোহিত বিপ্রব্রত বসুর (৫৮) মৃত্যু হয়েছে। বুধবার রাতে ফায়ার সার্ভিসের ডুবুরিরা মিশনের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করেছেন। বিপ্রব্রত বসু দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ মিশনের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অনিমেষ মন্ডল নামের মিশনের এক শিক্ষার্থী জানান, পুরোহিত বিপ্রব্রত বসু সন্ধ্যায় মগ (পানি পানের পাত্র) ধোয়ার জন্য মন্দিরের পুকুরে যান। এরপর তিনি পুকুরে পরে যায়। এ সময় দূর থেকে দুই শিশু এ ঘটনা দেখে চিৎকার করে। পরে মিশনের লোকজন পুকুরে নেমে খুঁজে না পেয়ে ৯৯৯ ফোন করে বিষয়টি জানান। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরিরা এসে তল্লাশি চালিয়ে পুরোহিত বিপ্রব্রত বসুর মৃতদেহ উদ্ধার করেন। ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শারাফত আলী তুহিন জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে পুরোহিত বিপ্রব্রত বসুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
Leave a Reply