হিজলা প্রতিনিধি ॥ ঘূর্নিঝড় ইয়াস’র কবলে পরে মেঘনায় নিখোঁজ হওয়া জেলে বেল্লাল হোসেনের (২৫) লাশ উদ্ধার করেছে জেলার হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা। মৃত বেল্লাল চাঁদপুর জেলার সদর উপজেলার হানারচর গ্রামের বাসিন্দা ছিলেন। বেল্লালের শ্বশুর জাহাঙ্গীর ভূঁইয়া হিজলা নৌ-পুলিশ ফাঁড়িতে এসে তার মেয়ে জামাতার মরদেহ শনাক্তের পর শনিবার সন্ধ্যায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে শনিবার দুপুরে মেঘনার বাউশিয়া গ্রাম সংলগ্ন বাদুড়আড্ডা এলাকা থেকে বেল্লালের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বেল্লালের শ্বশুড় জাহাঙ্গীর ভূঁইয়া জানান, গত বৃহস্পতিবার চাঁদপুর থেকে মেঘনায় মাছ শিকারে নামে বেল্লালসহ আরও চারজন। এ সময় ঝড়ের কবলে পরে তাদের মাছ ধরার ট্রলারটি উল্টে যায়। পরবর্তীতে অপর চারজন তীরে উঠতে সক্ষম হলেও বেল্লাল নিখোঁজ হয়। এ ঘটনায় তারা মেঘনায় ব্যাপক প্রচারও করেছেন। হিজলা নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ সোহেল রানা জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বাউশিয়া এলাকার মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছিলো।
Leave a Reply