সংবাদ বিজ্ঞপ্তি ॥ বরিশালে বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে নাগরিকদের সংগঠন – বরিশাল নাগরিক সংসদ। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে নাগরিকদের সংগঠনটি। পাশাপাশি বরিশাল বিদ্যুৎ বিভাগকে আধুনিকরুপে সাজানোর জন্য ৫ দফা দাবি জানিয়েছে বরিশাল নাগরিক সংসদ। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বরিশাল নাগরিক সংসদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক এই দাবি তুলে ধরেন। বরিশাল বিদ্যুৎ বিভাগের আধুনিকায়নে বরিশাল নাগরিক সংসদের দাবিগুলো হলো – ১। লাইনম্যানদের জন্য পর্যাপ্ত ওয়ারলেস ডিভাইস ক্রয় করা ২। লাইনম্যানের সরাসরি ওয়ারলেস বার্তা ছাড়া অফিস থেকে সংযোগ চালু না করা ৩। লাইনম্যানের সাথে ক্যামেরা ডিভাইস সংযুক্ত করা এবং বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় অফিস থেকে ভিডিও ফুটেজ সরাসরি পর্যবেক্ষণ করা ৪। বৈদ্যুতিক পোস্টে ওয়েদার ইনফরমেশন ডিভাইস সংযুক্ত করে জরুরি সতর্কতা স্বরূপ বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া এবং প্রাকৃতিক দূর্যোগে বা মানবসৃষ্ট কারণে বৈদ্যুতিক তার ছিড়ে সড়কে পড়লে তা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিশ্চিত হওয়া ৫। ডেসকো সহ অন্যান্য আধুনিক বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানের আদলে বরিশাল মহানগর এবং বরিশাল জেলার বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা। বিবৃতিতে বরিশাল নাগরিক সংসদের সভাপতি মারুফ আহমেদ মল্লিক বলেন – বরিশালের বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করতে হবে। নাগরিক সমাজের প্রস্তাবনা ও দাবিগুলোকে আমলে নিয়ে দ্রুত বাস্তবায়ন করা দরকার। সরকারী দপ্তরের অব্যবস্থাপনা এবং প্রতিবন্ধকতা দূর করে আধুনিক বরিশাল বিনির্মাণে বাস্তব পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিবৃতিতে বিদ্যুৎ বিভাগের নিহত শ্রমিক মোঃ ফয়সালের পরিবারকে ৫০ লাখ টাকা আর্থিক ক্ষতি পূরণ দেয়ার দাবি জানায় সংগঠনটি।
Leave a Reply