ক্রীড়া ডেস্ক ॥ তুরস্ক ও ইতালির ম্যাচ দিয়ে গতরাতে পর্দা উঠেছে ইউরো-২০২০ ফুটবল টুর্নামেন্টের। করোনাভাইরাসের কারণে এক বছর বিলম্বে শুরু হলো ইউরোপ সেরার এই লড়াই। এদিকে রোববার থেকে শুরু হচ্ছে লাটিন ফুটবলের জমজমাট লড়াই কোপা আমেরিকা। এক সঙ্গে দুইটি বড় টুর্নামেন্ট চলায় বেশ ব্যস্ত সময় কাটবে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের। বড় এই দুই টুর্নামেন্ট কেড়ে নিবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের রাতের ঘুম। ফিক্সচার অনুযায়ী ইউরোর ম্যাচগুলো শুরু হবে সন্ধা ৭টা থেকে, চলবে রাত প্রায় ৩টা পর্যন্ত। ইউরোর ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে কোপার ম্যাচ। ফিক্সচার অনুযায়ী কোপার ম্যাচগুলো শুরু হবে রাত ৩টা থেকে, চলবে সকাল প্রায় ৮টা পর্যন্ত। রাত জেগে ক্লাব ফুটবল দেখার সংস্কৃতি রয়েছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মাঝে। ক্লাব ফুটবলের তুলনায় অনেক বেশি জনপ্রিয় আসর ইউরো ও কোপা। একদিকে ইউরো মাতাবেন রোনালদো-এমবাপ্পে-গ্রিজম্যান-হ্যাজার্ডরা, অন্যদিকে নিজ দেশের হয়ে খেলবেন মেসি-নেইমার-সুয়ারেজরা। এই জমজমাট ফুটবল রেখে ঘুমানোর সাধ্য কার!
Leave a Reply