বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জ থানার কমিউনিটি পুলিশিং এর আয়োজনে শুক্রবার সকালে উপজেলার কেদারপুর ইউনিয়নের কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যালয়ে উপজেলার সকল হিজড়া ও বেদে সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ শাহজাহান হোসেন।বাবুগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ওউপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তারুজ্জামান মিলনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কে এস মহিউদ্দিন মানিক (বীর প্রতীক), কেদারপুর ইউপি চেয়ারম্যান মো. নুরে আলম বেপারী।
তৃতীয় লিঙ্গ (হিজড়া) ও বেদে সম্প্রদায়ের পিছিয়ে পরা মানুষের জীবনমান উন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন হিজড়াদের উদ্দেশ্যে জনসাধারণের সাথে ভাল ব্যবহার করা, কোন ব্যাপারে অতিরিক্ত কিছু না করা সহ অন্যান্য বিষয়ে পরামর্শ দেন। তিনি আরও বলেন, প্রয়োজনে তারা তাদের সুবিধা অসুবিধা নিয়ে অফিসার ইনচার্জের সাথে কথা বলতে পারবেন যে কোন সময়ে। তবে জনসাধারণের সাথে কোন রুপ খারাপ আচরণ করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন।
এ সময় পুলিশের পক্ষ থেকে হিজড়া ও বেদে সম্প্রদায়ের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
Leave a Reply