ভান্ডারিয়া প্রতিনিধি ॥ গতকাল বুধবার সকালে হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ভান্ডারিয়া বন্দর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এবছরও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্দোগে হতদরিদ্র শিশুদের নিয়ে প্রতিকি জন্ম দিন উদযাপন ও বার্ষিক উপহার বিতরণ করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ,(এপি) কর্ম এলাকায় একযোগে ২ হাজার ৬শত শিশুর জন্ম দিন পালন করা হয়। জন্ম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর। এছাড়া শিশুদের জন্মদিনের শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল আলম, ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদ চৌধুরী ও ভান্ডারিয়া এপি, ওয়ার্ল্ড ভিশনের পক্ষে মানিক হালদার। পরে উপজেলা নির্বাহী অফিসার শিশুদের নিয়ে জন্মদিনের কেক কাটেন এবং শিশুদের কেক খাইয়ে দেন এবং তাদের হাতে জন্মদিনে উপহার হিসাবে প্রতিটি শিশুর হাতে ০৫পি মাস্ক, ০৯টি খাতা ও ০১টি ছাতা তুলে দেন । এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কমিটি, অভিভাবক ও ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তবৃন্দ।
Leave a Reply