ফারজানা ইসলাম
পিতা দিয়েছে স্বাধীনতা
কন্যা দিলো সেতু,
বজ্রকন্ঠে সবাই বলো,
জয় বঙ্গবন্ধু।
আয়রে তোরা আয় আজ
বজ্রকন্ঠে বলি
জয় বাংলা জয় বঙ্গবন্ধু,
হাতে দেই তালি।
মুখে যাদের ছিলো মিথ্যা বুলি
আজ সেই মুখেতে,
পরেছে যে ভাই শুধুই চুনকালি।
চেয়ে দেখো পিতা,
তোমার কন্যা এই বাংলাকে,
সোনার সেতু দিয়েছে উপহার
দেখেছো পিতা তোমার কন্যা
তোমারই মতো বাংলার টাইগার।
আজ কেবলই শুধু পিতা,
তোমার কথাই বারবার মনে পরে,
তুমি যেমন উজ্জীবিত আছো,
বাংলার মানুষের হৃদয়ে,
তোমার কন্যা তেমনি করে,
আজ মিশে আছে,
বাংলার ঘরে ঘরে।
Leave a Reply