বেঙ্গল বিস্কুট এর পক্ষ থেকে দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতর
দখিনের খবর ডেস্ক।। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর পাশাপাশি বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান নিম্নআয়ের খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে। পিছিয়ে নেই বরিশাল বিসিকে গড়ে ওঠা বৃহত্তর বিস্কুট কোম্পানি বেঙ্গল বিস্কুট লিমিটেড। আজ ১৬ মে শনিবার দুপুর ২ টার দিকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বরিশাল শিল্প নগরীতে বেঙ্গল বিস্কুট লিমিটেড এর কারখানার প্রাঙ্গণে বেঙ্গল বিস্কুট লিমিটেড এর আয়োজনে এবং জেলা প্রশাসনের আহবানে বরিশাল মহানগরীর কাউনিয়া এলাকার চার শতাধিক কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এর পক্ষ থেকে তার প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপ মহাব্যবস্থাপক (অঃ দাঃ) বিসিক বরিশাল মোঃ জালিস মাহমুদ, বেঙ্গল বিস্কুট লিমিটেড এর জিএম শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় প্রত্যেককে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, চিনি, তেল, চিরা ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম বেঙ্গল বিস্কুট এর ফ্যাক্টরি পরিদর্শন করেন পাশাপাশি তাদের করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে সুরক্ষা সেবা মেনে প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সবাইকে আহবান জানায় যে, সবাই ঘরে থাকবো প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজন ব্যতীত ঘরের বাহিরে যাবেন না।
Leave a Reply