নিজস্ব প্রতিবেদক ॥ কোনভাবেই কমিয়ে আনা যাচ্ছে না বরিশাল জেলার করোনা সংক্রমণ। প্রশাসনের চেষ্টা আর ব্যক্তি সচেতনতা ফোকর গলিয়ে করোনা ছড়িয়ে পড়ছে জল-নদী-প্রকৃতির শান্ত জনপদ দক্ষিণাঞ্চলে। ৬ জেলার এই অঞ্চলে বরাবরের মত সবচেয়ে বেশি আক্রান্ত একটি জেলা বরিশাল। বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ছয় জেলার মধ্যে ৫ জেলায় মোট যা আক্রান্ত হয়েছে তার দ্বিগুণ আক্রান্ত হয়েছে বরিশাল জেলায়। এমনকি মৃত্যুতেও সবার ওপরের স্থান দখল করে আছে জেলাটি। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বিভাগে ২৩৮০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যারমধ্যে ১৩৩৯ জনই বরিশাল জেলার। বাকি পাঁচটি জেলায় আক্রান্তের সংখ্যা ১০৪১। হিসেব বলছে, পাঁচ জেলার মধ্যে পটুয়াখালীতে ২৮৮, ভোলায় ২১৪, পিরোজপুরে ১৭৩, বরগুনায় ১৭৮ ও ঝালকাঠিতে ১৮৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদিকে বিভাগে মোট মৃত্যু হয়েছে ৫৩। যার মধ্যে বরিশাল জেলায় ২০ জন। তারপরপরই রয়েছে পটুয়াখালী জেলা। ওই জেলায় মৃত্যুবরণ করেছে ১৬ জন। তাছাড়া ঝালকাঠিতে ৮ জন, পিরোজপুরে ৪ জন, ভোলায় ৩ জন ও বরগুনায় ২ জন রয়েছেন। শুক্রবার (২৬ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরগুনা ব্যতিত বরিশাল বিভাগের ৫ জেলায় ১০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টিনে রাখার কার্যক্রম চলমান রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ৬ জেলায় মোট ২০ হাজার ২৮৭ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।
হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় ১৮ হাজার ১৩৪ জনকে, আর এরমধ্যে ১৪ হাজার ৯৫১ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে ২ হাজার ১৫৩ জন রয়েছেন এবং এ পর্যন্ত ১ হাজার ১৮০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৫০ জন।
Leave a Reply