ভান্ডারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী বিসমিল্লাহ চত্ত্বরে ১৯৮৪ সালে তৎকালীন জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর নামে প্রতিষ্ঠা করা হয় বাইতুল আনোয়ার জামে মসজিদ ও ঈদগাহ।
উপজেলার নদমূলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা মো. আব্দুল কাইয়ুম জোমাদ্দার ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের আন্তরিক প্রচেষ্টা আর সাবেক মন্ত্রীর অর্থায়নে ৪৬ শতাংশ জমির উপরে স্থাপিত হয়েছিল মসজিদটি।
এখানেই দীর্ঘ বছর ধরে দুই ঈদের জামাত, তাফসিরুল কোরআনসহ এলাকার মৃত ব্যক্তির নামাজে জানাযা অনুষ্ঠিত হয়ে আসছে এই মসজিদ এবং ঈদগাহ ময়দানেই। তবে ধীরে ধীরে বেদখল হয়ে যাচ্ছে মসজিদের ঈদগাহ ময়দানের জমি। শুধু তাই নয়, মসজিদ চত্ত্বরের পবিত্র এই জায়গাতে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। বর্তমানে দূর থেকে দখলে মনে হয় এটি যেন ঈদগাহ ময়দান নয়, বরং কোন একটি ময়লা আবর্জনার ভাগার। আর এ ময়লা-আবর্জনার দূর্গন্ধে মসজিদে যাতায়াত করা মুসল্লীদের যেমন স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে তেমনি মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়েও বাঘাত ঘটছে।
সরেজমিনে দেখাগেছে, ‘মসজিদের পাশেই বাজার। বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা, প্লাস্টিক সামগ্রী, বিভিন্ন গাড়ির পরিত্যক্ত যন্ত্রাংশ ও বাসা-বাড়ির পানিসহ বিভিন্ন বর্জ্য ফেলে মসজিদের ঈদগাহ মাঠকে নর্দমায় পরিনত করা হয়েছে। এমন পরিস্থিতিতে মসজিদের জমি দখলমুক্ত করণের পাশাপাশি চার দিকে সীমানা প্রাচীর নির্মান এবং মুসল্লীর সংখ্যা বেড়ে যাওয়া মসজিদটিকে দ্বিতল ভবনে উন্নীত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয় মুসল্লীরা। এ প্রসঙ্গে জানতে চাইলে মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন বলেন, ‘মসজিদের পবিত্রতা রক্ষার্থে একাধিকবার কমিটিকে বলা হয়েছে। নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা আমাদের কথা এবং অনুরোধের কর্ণপাত করছে না। এরা স্থানীয় হওয়ায় মসজিদের পবিত্রতা রক্ষার কাজেও বাধা হয়ে দাঁড়িয়েছে। অপরদিকে মসজিদ কমিটির সভাপতি মো. শাহ আলম হাওলাদার বিএসএল নিউজকে বলেন, ‘স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ীদের কারণে যথাযথভাবে মসজিদের জায়গা দখলমুক্ত ও পবিত্রতা রক্ষা করা সম্ভব হচ্ছে না। তবে এ বিষয়ে অবগত নন বলে দাবি করেছেন ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার মো. মনির হোসেন। মুঠোফোনে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘বিষয়টি আমার নজরে আসেনি। এখন যখন জানতে পেরেছি তখন কমিটির সবাইকে নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতাসহ সাবেক মন্ত্রীর নামের এই মসজিদের জমি দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হবে।
Leave a Reply