নিজস্ব প্রতিবেদক ॥ শ্রাবণের টানা বৃষ্টি এবং উজানের ঢলে বরিশালের বেশকয়েকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। আর এর ফলে তলিয়ে গেছে বরিশাল নগরীর নি¤œাঞ্চল। এছাড়া স্রোতের বেগ বেড়ে যাওয়ায় ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে নদী তীরবর্তী এলাকায়। শুক্রবার বরিশালের পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ হিসেব অনুযায়ী বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপদসীমার ৯ সেন্টিমিটার, হিজলার ধর্মগঞ্জে নদীর ২ সেন্টিমিটার, ভোলার দৌলতখানে সুরমা-মেঘনা নদীর পানি ৪৯ সেন্টিমিটার, ঝালকাঠির বিষখালী নদীর পানি ৭ সেন্টিমিটার, বেতাগীর বিষখালীর অংশে পানি ৫ ও বামনার বিষখালী অংশের পানি ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও বাদবাকি বেশিরভাগ নদ-নদীর পানিই বিপদসীমার কাছাকাছি উচ্চতায় প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন তারা। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার আবু রহমান জানান, দেশের পশ্চিমাঞ্চলে চলমান বন্যার পানি দক্ষিণাঞ্চলের নদ-নদী দিয়ে সাগরে নামছে। এছাড়া শ্রাবণের বৃষ্টিপাত এবং অমাবশ্যার প্রভাবে নদীতে পানির চাপ কিছুটা বেড়েছে। এদিকে হিজলা, মুলাদীর বিভিন্ন নদীসহ বানারীপাড়া-উজিরপুরের সন্ধ্যা, মেহেন্দিগঞ্জের কালাবদর ও তেঁতুলিয়া এবং ঝালকাঠির রাজাপুরের বিষখালী নদী তীরবর্তী এলাকায় কিছুটা ভাঙন দেখা দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
Leave a Reply