নিজস্ব প্রতিবেদক ॥ প্রাণঘাতি করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় বরিশালে নতুন করে আরও ৩৮ জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ২ হাজার ৩০৫ জন। একই সময়ে আক্রান্ত ৩৮ জন রোগী সুস্থতা লাভ করেছেন। এনিয়ে জেলায় মোট সুস্থ্য ১ হাজার ২৯২ জন।
শুক্রবার (২৪ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এসব তথ্য নিশ্চিত করে জানানো হয় গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কোনো রোগীর তথ্য পাওয়া যায়নি। ফলে জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীর সংখ্যা রয়েছে মোট ৪০ জনে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের মধ্যে হিজলা উপজেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ১ জন সহ ৪ জন, উজিরপুর উপজেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ১ জন সহ ৩ জন, বাবুগঞ্জ উপজেলার ৩ জন, মেহেন্দীগঞ্জ উপজেলার ২ জন, আগৈলঝাড়া উপজেলার ২ জন, বানারীপাড়া উপজেলার ১ জন, মুলাদী উপজেলার ১ জন, বাকেরগঞ্জ উপজেলার ১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত চাঁদমারি, সিএন্ডবি রোড, কাউনিয়া প্রত্যেক এলাকার ২ জন করে ৬ জন, গোরস্থান রোড, কালীবাড়ি রোড, নথুল্লাবাদ, রুপাতলী, কলেজ রোড, বগুড়া রোড, পুলিশ লাইন রোড প্রত্যেক এলাকার ১ জন করে ৭ জন, ব্যাংকে কর্মরত ১ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত ১ জন, জেলা পুলিশে কর্মরত ২ জন, র্যাব-৮ এ কর্মরত ১ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ১ জন নার্স ও ২ জন স্টাফসহ মোট ৩৮ জন।
বরিশাল জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পরপরই ওই ৩৮ জন রোগীর অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। গত ১২ এপ্রিল থেকে এ পর্যন্ত জেলার বরিশাল মহানগরীতে ১ হাজার ৬৬১, সদর উপজেলায় ৩৫ জন (রায়পাশা কড়াপুর-৩, শায়েস্তাবাদ-৫, টুংঙ্গীবাড়িয়া-৩, চাঁদপুরা-৩, জাগুয়া-৪, চরকাউয়া-৭ এবং চরমোনাই-৫, কাশিপুর-২, চরবাড়ীয়া-২), উজিরপুর ১২১ জন, বাবুগঞ্জ ৯৭ জন, বাকেরগঞ্জে ৮৯ জন, গৌরনদী ৬৯ জন, মুলাদী ৫৬ জন, বানারীপাড়া ৫২ জন, আগৈলঝাড়া ৪৪, হিজলা ৪৩ জন, মেহেন্দীগঞ্জ ৩৮ জনসহ মোট ২৩০৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। প্রসঙ্গত, গত ১২ এপ্রিল জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।
Leave a Reply