নুরুল্লাহআলামিন, পিরোজপুর ॥ স্বেচ্ছাসেবী সংগঠন এমিনেন্ট বয়েজের উদ্যোগে রবিবার থেকে পিরোজপুর শহরে মাস ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
বন বিভাগের সহযোগিতায় পিরোজপুর শহরে শিশু পার্ক সংলগ্ন পারেড়হাট সড়কের পাশে গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাহিদ ফারজানা সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শফিকুল ইসলাম, প্যানেল মেয়র সাদুল্লাহ লিটন, সংগঠনের উপদেষ্টা হাচনাইন পারভেজ, সংগঠনের সভাপতি পারভেজুর রহমান, সহ -সভাপতি মোঃ নুর উদ্দিন -সাধারণ সম্পাদক মো. নিয়াজ মোরশেদ এবং সদস্য মিশু রহমান ও মোঃ রফিক- বাপ্পা কালু চঞ্চল স্বপন সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক দায়িত্ব পালন করেন সংগঠনের সিনিয়র সদস্য ও বৃক্ষরোপণ কর্মসূচির- আহয়ক জাহিদুল হাকিম (উপল)। মোঃ জাহিদ হাকিম (উপল) বলেন মাসব্যাপী এ বৃক্ষরোপন কর্মসূচিতে শহরের সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানের চত্বরের শোভাবর্ধণে ২০০ গাছের চারা রোপন করা হবে। এরমধ্যে ফলজ, ঔষধি ও বনজ গাছ থাকবে ।
Leave a Reply